সিরাজগঞ্জে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে প্রায় তিন শতাধিক শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের সবুজ কানন স্কুল এন্ড কলেজে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন ঐ প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মাসুদ আলম, সিরাজগঞ্জ জেলা শুভসংঘের সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রাকিব হাসান, কোষাধ্যক্ষ সাফিউল আরেফিন সায়েম, আব্দুল কাদের আকন্দ, সোহাগ আকন্দ, আমিরুল ইসলামসহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
আজকের আয়োজনে প্রধান শিক্ষক মাসুদ আলম শুভসংঘের বন্ধুদের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, 'শুভসংঘের প্রতিটি কাজ সমাজ পরিবর্তনে অসামান্য অবদান রাখছে। তাদের এই কার্যক্রম অব্যাহত থাকুক। আমরা শুভ কাজের পাশে আছি।'
জেলা কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রাকিব হাসান জানান, বসুন্ধরা শুভসংঘ সিরাজগঞ্জ জেলা শাখা প্রতিবছর ফ্রি মেডিক্যাল ক্যাম্প, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, রক্তদান কর্মসূচির মতো স্বাস্থ্য সচেতনতা বিষয়ক প্রোগ্রাম ছাড়াও নানামুখী সামাজিক কাজ করে থাকে। সমাজে ইতিবাচক কাজ করার মন মানসিকতার মানুষের অভাব রয়েছে। প্রান্তিক মানুষের পাশে থাকতে পেরে আমরা নিজেদের সৌভাগ্যবান মনে করি।'
বসুন্ধরা শুভসংঘ সিরাজগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ বলেন, 'ভালো কাজে আত্মতৃপ্তি পাওয়া যায়। আমরা মানবিক বাংলাদেশের স্বপ্ন দেখি। হাজারো নেতিবাচক খবরের বিপরীতে বসুন্ধরা শুভসংঘের ভালো কাজের খবরগুলো আমাদের সেই স্বপ্ন সারথি।'
বিডি প্রতিদিন/মুসা