বসুন্ধরা শুভসংঘ সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে বিনা মূল্যে শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করা হয়েছে। আজ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের সবুজ কানন হাই স্কুল এন্ড কলেজে প্রায় তিন শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
এ সময় সবুজ কানন হাই স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. মাসুদ আলম, বসুন্ধরা শুভসংঘ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রাকিব হাসান, কোষাধ্যক্ষ সাফিউল আরেফিন সায়েম, টেকনিশয়ান আব্দুল কাদের আকন্দ, সোহাগ আকন্দ ও আমিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/জামশেদ