পাবনার বসুন্ধরা শুভসংঘ স্কুলে শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যবই বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে স্কুল প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশে এই বই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষকমণ্ডলী এবং শুভসংঘের সদস্যরা। তারা শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে তাদের মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ ও উৎসাহ জাগানোর আহ্বান জানান। বই বিতরণ আয়োজনে শিক্ষার্থীদের মাঝে ছিল আনন্দের ঝলক আর নতুন বই হাতে পাওয়ার উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
বসুন্ধরা শুভসংঘ স্কুলের সমন্বয়ক আলী আকবর মিয়া রাজু বলেন, নতুন বই মানেই নতুন স্বপ্ন। আমরা আশা করি, আমাদের শিক্ষার্থীরা এই বইগুলো থেকে জ্ঞান অর্জন করে আলোকিত ভবিষ্যৎ গড়বে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ