দিনাজপুরের বীরগঞ্জে শিক্ষার্থীদের হাতের লেখার মানোন্নয়ন ও সৃজনশীলতা বিকাশের লক্ষ্যে 'সুন্দর হাতের লেখা প্রতিযোগিতার আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বীরগঞ্জে পৌর শহরের ৩নং ওয়ার্ড সুফ্ফা নূরানী ইসলামিক কিন্ডারগার্টেনে অধ্যায়নরত শিক্ষার্থীদের মাঝে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন শ্রেণির মোট ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে শ্রেণিভেদে ও লেখার মানের ওপর ভিত্তি করে পুরস্কৃত করা হয়। প্রথম স্থান অধিকার করেছে ৪র্থ শ্রেণির শিক্ষার্থী মোছা. সাদিয়া আক্তার, দ্বিতীয় হয়েছে ৫ম শ্রেণির শিক্ষার্থী আফিয়া আক্তার, তৃতীয় ইবনে আনোয়ার, চতুর্থ তাসনিম ও পঞ্চম স্থান লাভ করেছে সনিয়া আক্তার। এছাড়াও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের মাঝেও বিশেষ পুরস্কার তুলে দেন শুভসংঘের বন্ধুরা।
সুফ্ফা নূরানী ইসলামিক কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক মশিউর রহমান বলেন, বসুন্ধরা শুভসংঘের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এই প্রতিযোগিতায় শিশুদের সুন্দর হাতের লিখার প্রতি আগ্রহ বাড়াবে এবং মেধা বিকাশে আরোও এগিয়ে যেতে সহায়ক ভূমিকা পালন করবে।
বসুন্ধরা শুভসংঘ উপজেলা শাখার সভাপতি ফরহাদ হোসেন বলেন, এই ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের মনোযোগ বৃদ্ধি এবং সৃজনশীল লেখার প্রতি আগ্রহী করে তুলতে সহায়ক হবে। সুন্দর হাতের লেখা এক ধরনের শিল্প।
এ সময় উপস্থিত ছিলেন- বসুন্ধরা শুভসংঘ বীরগঞ্জ শাখার উপদেষ্টা সোহেল আহমেদ, সভাপতি ফরহাদ হোসেন, সহ সভাপতি রাকেশ রায়, সাধারণ সম্পাদক সাব্বির হোসেন, যুগ্ম সম্পাদক তানভীর হোসেন, মাসুদ রানা, কোষাধ্যক্ষ ধনদেব রায়, কার্যকরী সদস্য শাহারিয়ার ইসলাম প্রমুখ।
বিডি প্রতিদিন/মুসা