বিশ্বব্যাপী বহুল ব্যবহৃত সোশ্যাল মিডিয়া অ্যাপগুলোর মধ্যে একটি ‘ইনস্টাগ্রাম’। এর কোটি কোটি ব্যবহারকারীর অনেকে কিশোর। যারা শুধুই স্কুলের শিক্ষার্থী এবং তারা ইচ্ছা না থাকা সত্ত্বেও এর সংবেদনশীল বিষয়বস্তু, পোস্ট এবং মন্তব্য দেখতে পারে। এ সমস্যা মোকাবিলায় পার্শ্ববর্তী রাষ্ট্র ‘ভারত’ নতুন কিশোর নিরাপত্তা ফিচার চালু করেছে। ইনস্টাগ্রামের সর্বশেষ ফিচার ১৬ বছরের কম বয়সি কিশোর-কিশোরীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছে, তা ছাড়া অভিভাবকরাও তাদের সন্তানদের ইনস্টাগ্রামে নিয়ন্ত্রণ রাখতে পারবেন।
কিশোর সিকিউরিটি ফিচার
► গোপনীয়তা : কিশোর অ্যাকাউন্টগুলো এখন ব্যক্তিগত করা আছে। অর্থাৎ কেউ অনুমোদন না পেয়ে সরাসরি অনুসরণ করতে পারবে না। এ ছাড়াও, কেউ কিশোর অ্যাকাউন্টের ছবি বা ভিডিও দেখতে বা রিঅ্যাক্ট করতে পারবে না। এটি ১৬ বছরের কম এবং সাইন আপ করার সময়- ১৮ বছরের কম বয়সি সবার ক্ষেত্রে প্রযোজ্য।
► কঠোর মেসেজিং ও সেটিংস : ইনস্টাগ্রাম জানিয়েছে যে, কিশোরদের মেসেজিং সেটিংস কঠোর করা হবে। যা কেবল লিস্টে থাকা ফ্রেন্ডসদের (ফলোয়ার) বার্তা গ্রহণ করবে, আর এমন অ্যাকাউন্টগুলোর সেটিংসে সবচেয়ে বেশি সীমাবদ্ধ রাখা হবে। যা ক্ষতিকর কনটেন্ট থেকে দূরে রাখতে সাহায্য করবে। এটি এক্সপ্লোর এবং রিলস ট্যাবের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
► বুলিং বিরোধী বৈশিষ্ট্য : কিশোরদের ফলোয়াররাই কেবল ট্যাগ বা উল্লেখ করতে পারবে। এ ছাড়াও, তাদের অ্যাকাউন্টগুলোতে বুলিং বিরোধী ফিচার সংস্করণ থাকবে, যা অপ্রীতিকর মন্তব্য ও আপত্তিকর ভাষা দেখতে না পারাটা সর্বদাই নিশ্চিত করবে।
► সময়সীমা এবং স্লিপ মোড : কিশোর অ্যাকাউন্টধারীদের ইনস্টাগ্রাম ব্যবহারের জন্য একটি সময়সীমা থাকবে, যা তাদের সীমিত সময়ের জন্য প্ল্যাটফরমটি ব্যবহার করার সুযোগ দেবে। ইনস্টাগ্রাম বলছে যে, অ্যাপটি তাদের দৈনিক ব্যবহারের ৬০ মিনিট পর এক্সিট হওয়ার জন্য অনুরোধ করবে। এ ছাড়াও স্লিপ মোড রয়েছে, যা স্বয়ংক্রিয়ভাবে রাত ১০টায় অ্যাক্টিভ হবে এবং সকাল ৭টায় শেষ হবে।
► পিতামাতার নিয়ন্ত্রণ : বাবা-মায়েরা তাদের সন্তানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ওপর সামান্য পরিমাণে নিয়ন্ত্রণ রাখতে সক্ষম হবেন। তারা সন্তানের গত সাত দিনের মেসেজ তালিকা দেখতে পারবেন, এমনকি তারা রাতে বা নির্দিষ্ট সময়ে ইনস্টাগ্রাম অ্যাক্সেস সীমাবদ্ধতা করতে পারবেন। যেমন : দৈনিক সময়সীমাও সেট করা, অ্যাপটির অ্যাক্সেস ব্লক করা ইত্যাদি।
তথ্যসূত্র : আনবক্সড বাই ক্রমা