লোকেশন সার্ভিস : উইন্ডোজ ১০ এবং ১১ কম্পিউটারের অ্যাপগুলো ব্যবহারকারীর অবস্থান ট্র্যাক করতে পারে। যা ম্যাপ বা আবহাওয়া অ্যাপের জন্য সহায়ক হলেও ট্র্যাকিংয়ের জন্য তা ক্ষতিকারক। এ ক্ষেত্রে যদি নিজের অবস্থান শেয়ার করতে না চান, তাহলে লোকেশন সার্ভিস বন্ধ করা যায়। সেটিংস>প্রাইভেসি>অ্যাপ পারমিশনস> লোকেশনে গিয়ে লোকেশন সার্ভিসেস টগলটি বন্ধ করতে হবে।
বিজ্ঞাপন ট্র্যাকিং : উইন্ডোজ সব ব্যবহারকারীকে অ্যাডভার্টাইজার আইডি দেয়, যা অনলাইন কার্যক্রম ট্র্যাকিংয়ে ব্যবহার হয়। মাইক্রোসফটও এ তথ্য ব্যবহার করে বিজ্ঞাপন দেখায়। এই ট্র্যাকিং বন্ধ করতে সেটিংস> প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি>উইন্ডোজ পারমিশনস> জেনারেলে যেতে হবে, এবার ‘লেট অ্যাপস শো মি পার্সোনালাইজড অ্যাডস বাই উইজিং মাই অ্যাডভার্টাইজিং আইডি’ বন্ধ করুন।
অ্যাকটিভিটি হিস্ট্রি : উইন্ডোজের অ্যাকটিভিটি হিস্ট্রি ফিচারটি ডিভাইসে ব্যবহৃত অ্যাপ, খোলা ফাইল ও পরিদর্শিত ওয়েবসাইটগুলো ট্র্যাক করে। কেউ রেকর্ডিং করতে না চাইলে, বন্ধ করতে পারেন। এজন্য সেটিংস>প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি>অ্যাকটিভিটি হিস্ট্রিতে যেতে হবে। এরপর ‘স্টোর মাই অ্যাকটিভিটি হিস্ট্রি অন দিস ডিভাইস’ টগলটি বন্ধ করতে হবে।
অনলাইন স্পিচ রিকগনিশন : পিসির কিছু অ্যাপ মাইক্রোসফটের স্পিচ রিকগনিশন প্রযুক্তি ব্যবহার করে ব্যবহারকারীর ভয়েস কমান্ড প্রক্রিয়া ও বক্তৃতা ট্রান্সক্রাইব করতে। তবে কেউ যদি এমন অ্যাপ ব্যবহার না করেন, যা ভয়েস রিকগনিশন প্রয়োজন, তবে ফিচারটি বন্ধ করতে পারেন। এ প্রোগ্রামটি চালু করতে সেটিংস>প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি>স্পিচে গিয়ে ‘অনলাইন স্পিচ রিকগনিশন’ বন্ধ করতে হবে।
ক্যামেরা ও মাইক্রোফোনের অনুমতি : পিসির সংবেদনশীল ডিভাইস- ক্যামেরা ও মাইক্রোফোন। অনেক অ্যাপ এসব ফিচারের অ্যাকসেস চায়, যেমন- ভিডিও কল, ভয়েস রেকর্ডিং বা কনফারেন্সিং। এ ক্ষেত্রে উইন্ডোজে কোনো অ্যাপগুলোয় ক্যামেরা ও মাইক্রোফোন অ্যাকসেস রয়েছে তা ভেবে দেখা দরকার। কারণ এর মাধ্যমে সন্দেহভাজন অ্যাপ বা প্রোগ্রাম গোপনীয়তা লঙ্ঘন করতে পারে।
মাইক্রোসফট প্রাইভেসি ড্যাশবোর্ড : উইন্ডোজে গোপনীয়তা সেটিংস পরিবর্তন, ব্যবহারকারীর তথ্য রক্ষা করতে সাহায্য করবে, তবে মাইক্রোসফট এরই মধ্যে যে ডেটা সংগ্রহ করেছে তা নিয়ে চিন্তা থাকতে পারে। এ ক্ষেত্রে ‘মাইক্রোসফট প্রাইভেসি ড্যাশবোর্ড’ ব্যবহার করা যায়। এ ক্ষেত্রে ব্রাউজার ওপেন করে পরে মাইক্রোসফট প্রাইভেসি ড্যাশবোর্ড পেজে গিয়ে এই প্রক্রিয়াটি সম্পন্ন করা যাবে।
তথ্যসূত্র : মেকইউজঅব