মেটা গ্লাস কী?
‘মেটা গ্লাস’, মূলত রে-ব্যানের সহযোগিতায় তৈরি একটি অত্যাধুনিক ‘ফ্রেম’। যেখানে রয়েছে- বিল্ট-ইন ক্যামেরা, স্পিকার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-এর ছোঁয়া। এটি ব্যবহারকারীর কণ্ঠ, বাটন এবং সহজ কিছু অঙ্গভঙ্গির মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়। এর বাইরেও এই স্মার্ট গ্লাসের মাধ্যমে- গান শোনা বা মেটার এআই অ্যাসিস্ট্যান্টের ব্যবহার করা, ফোনের সঙ্গে সংযোগ, এমনকি ইন্টারনেট অ্যাক্সেসও করা যাবে। তবে স্মার্ট গ্লাসটির লেন্সে কোনো ডিসপ্লে নেই, যা ডিভাইসটিকে আগের কিছু মডেলের চেয়ে আলাদা করেছে। মেটা জানিয়েছে, তারা এমন একটি স্মার্ট গ্লাস তৈরি করছে যা ব্যবহারকারীকে একটি সম্পূর্ণ হলোগ্রাফিক অভিজ্ঞতা প্রদান করবে।
‘মেটা গ্লাস’- কী করতে পারে
মেটার এই গ্লাসের অন্যতম প্রধান আকর্ষণ এর বিল্ট-ইন ক্যামেরা ব্যবহার করে ছবি ও ভিডিও ধারণ করা যায়। যা কি না পরবর্তীতে ইনস্টাগ্রাম বা ফেসবুকে আপলোড করা যায়। পাশাপাশি এর মাধ্যমে ব্যবহারকারীরা লাইভস্ট্রিমও করতে পারেন, তবে তা শুধু মেটা উপযোগী সামাজিক যোগাযোগ মাধ্যমে। স্মার্ট গ্লাসটি ব্যবহার করে অডিও ও ভিডিও কল করা, মেসেজ পাঠানো বা গান শোনাও সম্ভব। ক্যামেরার মাধ্যমে মেটার এআই (AI) অ্যাসিস্ট্যান্টও ব্যবহারকারীর দেখা বিষয়বস্তু দেখতে পারে। এটি টেক্সট একাধিক ভাষায় অনুবাদ করতে পারে (শব্দের মাধ্যমে শুনিয়ে দেওয়া বা সংযুক্ত ফোনের অ্যাপে দেখানো), এবং সহজ কিছু প্রশ্নের উত্তর দিতে পারে, যেমন- আপনার অবস্থানের কাছাকাছি কোনো গুরুত্বপূর্ণ স্থান খুঁজে দেওয়া। স্মার্ট গ্লাসটি বেশির ভাগ ক্ষেত্রে হ্যান্ডস-ফ্রি অভিজ্ঞতা প্রদান করে, যেখানে আপনি ডিভাইসটির সঙ্গে কথা বলা এবং এটি আপনাকে উত্তরও দেবে।
‘মেটা গ্লাস’- কী করতে পারে না
যদিও স্মার্ট গ্লাসটি বর্তমানের কিছু জটিল কাজ করতে অক্ষম, যা অন্যান্য ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট করতে পারে, যেমন : রেস্টুরেন্টে রিজারভেশন করা বা চলার পথে টার্ন-বাই-টার্ন দিকনির্দেশনা দেওয়া। এ ছাড়া এই গ্লাসের লেন্সের ভিতরে কোনো ডিসপ্লে নেই, তাই ছবি বা ভিডিও ফ্রেম করার জন্য কোনো ভিউফাইন্ডার নেই। স্মার্ট গ্লাসটির সিস্টেমে একটি ভিজুয়াল ইন্ডিকেটর (LEDলাইট) রয়েছে, যা আশপাশের লোকদের জানান দেবে যে, ছবি তুলছেন বা ভিডিও করছেন। মেটার মতে, এই LED প্রাইভেসি ইন্ডিকেটর ক্যামেরা ফাংশন ব্যবহার করার সময় সবসময় চালু থাকবে। অর্থাৎ এটি বন্ধ করে গোপনীয়তার সঙ্গে কোনো কাজই করা সম্ভব নয়।