২০২৫ সালে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে সবচেয়ে সম্ভাব্য অগ্রগতিগুলো কী হতে পারে? এমন প্রশ্নের উত্তর সংগ্রহে ইউরোনিউজ বেশ কয়েকটি কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবটের সঙ্গে আলোচনা করেছে। OpenAI-এর ChatGPT, Microsoft-এর Copilot, Perplexity AI, এবং Google-এর Gemini এক্ষেত্রে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছে, তবে তাদের উত্তরে কিছু মিল পাওয়া গেছে। তবে অ্যানথ্রপিকের Claude এ প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করেছে, কারণ- সে এটি জানিয়েছে, তার জ্ঞান শুধু ২০২৪ সালের এপ্রিল মাসেই শেষ হয়ে গেছে।
প্রযুক্তি অনেক এগিয়েছে। বিশ্বের প্রতিটি ক্ষেত্রে আজ কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) ব্যবহার দেখা যাচ্ছে। সামনের দিনগুলোয়- এর জয়-জয়কার আরও বিশাল পরিসরে ছড়িয়ে পড়বে, এমনটাই মনে করছে খোদ চ্যাটবট (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) এবং প্রযুক্তি বিশেষজ্ঞদের।
আমরা পৃথিবীর সেরা চ্যাটবটগুলোর সঙ্গে কথা বলেছি এবং ২০২৫ সালের কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) সম্পর্কিত পূর্বাভাস প্রতিবেদনগুলোর বিশ্লেষণ থেকে ২০২৫ সালের চারটি সম্ভাব্য অগ্রগতির চিত্র তুলে ধরছি। যা ভবিষ্যৎ পৃথিবী সম্পর্কে খানিকটা হলেও ধারণা দেবে...
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এজেন্টের মাধ্যমে ‘কর্মপ্রবাহে মৌলিক পরিবর্তন’
প্রযুক্তি বিশেষজ্ঞ এবং এআই চ্যাটবট উভয়ই একমত যে, এ বছর ব্যবসাক্ষেত্রে এআই এজেন্টগুলো তাদের পুরোপুরি সুবিধা নিতে শুরু করবে। এআই এজেন্ট হলো এক ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা, যা মানব হস্তক্ষেপ ছাড়াই সিদ্ধান্ত নিতে এবং কাজ সম্পাদন করতে পারে। ChatGPT জানিয়েছে, ‘অনেকে এআই রুটিন বা পুনরাবৃত্তিমূলক কাজগুলো গ্রহণ করবে, যা মানুষকে কৌশলগত এবং সৃজনশীল কাজে মনোযোগের সুযোগ এনে দেবে’।PricewaterhouseCoopers (PwC)-এর ২০২৫ সালের এআই পূর্বাভাস অনুসারে, এই কাজগুলোর মধ্যে থাকতে পারে গ্রাহকদের প্রশ্নের উত্তর দেওয়া, সফটওয়্যার কোডের প্রাথমিক খসড়া তৈরি কিংবা ডিজাইন ধারণাগুলোকে প্রোটোটাইপে পরিণত করা। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এ বছর ‘কর্মপ্রবাহে মৌলিক পরিবর্তন’ ঘটবে, যেখানে এআই প্রশাসনিক কাজগুলোর ভার গ্রহণ করবে, তবে তা মানুষের তত্ত্বাবধানে।
নির্দিষ্ট শিল্পে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)
এ বছর নির্দিষ্ট শিল্পগুলোয় উল্লেখযোগ্য হারে এআইর অগ্রগতি হবে, এমনটাই দাবি করেছে AI চ্যাটবট Perplexity এবং Copilot। এআই পরামর্শদাতা প্রতিষ্ঠান Kingfisher Labs-এর প্রতিষ্ঠাতা ক্যাথরিন ব্রেসলিন বলেছেন, AI আরও উন্নত হওয়ার সঙ্গে সঙ্গে আইন, চিকিৎসা এবং মহাকাশের মতো ক্ষেত্রে পেশাদারদের উচিত ভাবা, কীভাবে এটি তাদের কাজের মানোন্নয়নে সহায়ক হতে পারে। তিনি আরও বলেন, ‘কোনো নির্দিষ্ট ক্ষেত্রে এটি কার্যকর করা খুব কঠিন নয়’। ‘শুধু কিছু সময় ও প্রচেষ্টা প্রয়োজন, বিশেষত ক্ষেত্র বিশেষে- কী উপকারী হতে পারে তা নির্ধারণ।’ এআই টুল Perplexity এবং ChatGPT ভবিষ্যদ্বাণী করেছে যে, ২০২৫ সালে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই আরও এগিয়ে যাবে, বিশেষত- চিকিৎসা ক্ষেত্রে, ওষুধ এবং পণ্য উন্নয়নের ক্ষেত্রে। ব্রেসলিন উল্লেখ করেছেন যে এখন পর্যন্ত AI চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে প্রশাসনিক কাজ সহজ করার জন্য, যেমন নোট নেওয়া। King's College London-এর এআই এবং সমাজবিষয়ক অধ্যাপক কেট ডেভলিনের মতে, সংকীর্ণ এআইর একটি সুবিধা হলো কোম্পানিগুলো ছোট বা মাঝারি আকারের ভাষার মডেল ব্যবহার করে এটি প্রশিক্ষণ দিতে পারে, যা সময়ের সঙ্গে কম সম্পদ ব্যয় করে।
ডিভাইসগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)
২০২৫ সালে আরও বেশি এআই-সংযুক্ত ডিভাইস আসবে বলে আশা করা হচ্ছে। কারণ, গত বছর থেকে অনেক কোম্পানি AI ব্যবহার করা স্মার্টফোন বাজারে আনতে শুরু করেছে। Deloitte-এর প্রতিবেদন অনুযায়ী, এ বছরের শেষে জেনারেটিভ AI প্রায় ৩০ শতাংশ ডিভাইসে ব্যবহৃত হবে বলে আশা করা হচ্ছে। তন্মধ্যে ল্যাপটপের ক্ষেত্রে এই সংখ্যাটা ৫০ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে। ক্যাথরিন ব্রেসলিন বলেছেন যে, শিল্প-নির্দিষ্ট AI ফোনে হোস্ট করা আরও সহজ, তাই কোম্পানিগুলো এমন অ্যাপ তৈরি করতে পারে যা ইন্টারনেট বা ডাটা কানেকশন ছাড়াই কাজ করতে পারবে। ব্রেসলিন বলেন, ‘যদি আপনি কিছু মডেলের দিকে তাকান, যেমন ChatGPT বা মেটার Llama, এগুলো খুব বড় মডেল এবং এগুলোর জন্য খুব শক্তিশালী কম্পিউটিং ক্ষমতা প্রয়োজন, যা সবার কাছে নেই’। ‘এগুলোর ইন্টারনেটে সংযুক্ত থাকা প্রয়োজন... যা অনেক ক্ষেত্রে আদর্শ নয়।’ ব্রেসলিন বলেন, এটি ইতোমধ্যে কাজ শুরু হয়ে গেছে। তিনি মাইক্রোসফটের ছোট ভাষার মডেলগুলোর কাজের দিকে ইঙ্গিত করে বলেন- যেমন : Phi-4,, যা কোম্পানির মতে গণিত বা উন্নত ভাষা প্রক্রিয়াকরণের ক্ষেত্রে ‘জটিল যুক্তি’তে দক্ষ।
বহুমাধ্যমের উত্থান
২০২৫ সালে এআই মডেলগুলো একই সঙ্গে টেক্সট, ছবি এবং বক্তব্যের মতো বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরিতে আরও উন্নত হবে। এ ধরনের এআই সিস্টেমকে বলা হয় মাল্টিমোডাল সিস্টেম। গুগলের ২০২৫ সালের পূর্বাভাস ব্লগ অনুযায়ী, মাল্টিমোডাল সিস্টেম টেক্সট, ছবি, অডিও এবং ভিডিও থেকে তথ্য প্রক্রিয়া করে ব্যবহারকারীদের আরও সুসংগত উত্তর দিতে পারে। এর একটি উদাহরণ হতে পারে বিশ্লেষণমূলক- ভিডিও বিশ্লেষণ করা, যেখানে কণ্ঠের স্বর এবং মুখের অভিব্যক্তি বিবেচনায় নিয়ে বিনিয়োগকারীরা অর্থনৈতিক বাজার সম্পর্কে কী অনুভব করছেন তার একটি ‘বিস্তারিত ধারণা’ দেওয়া যায়। উৎপাদন কারখানার শব্দ এবং কম্পনের মতো ডেটা বিশ্লেষণে মাল্টিমোডাল এআই ব্যবহার করা যেতে পারে। উদ্দেশ্য- আগে থেকেই মেঝেতে কী প্রয়োজন হতে পারে তা চিহ্নিত করা। ইউরোপে প্রথমবারের মতো মাল্টিমোডাল এআইর অভিজ্ঞতা হয়েছে ২০২৪ সালে গুগলের এআই চ্যাটবট Gemini ২.০-এর সর্বশেষ সংস্করণ প্রকাশের মাধ্যমে, যা টেক্সট, ছবি, অডিও এবং ভিডিও প্রক্রিয়া করতে পারে। তবে, ২০২৫ সালে আরও উন্নত মাল্টিমোডাল এআই ব্যবহারের ক্ষেত্রে সমস্যা হতে পারে, যদি প্রতিষ্ঠানগুলো এর ‘অনিশ্চিত নিয়ন্ত্রণ’ এর কারণে ওয়ার্ল্ড টেক জায়ান্ট মেটার মতো তাদের নতুন মডেল প্রকাশে অস্বীকার করে।
২০২৫ সালও পরিবর্তনশীল এবং একই সঙ্গে চ্যালেঞ্জপূর্ণ বছর হতে চলেছে, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) আধিপত্য করবে। উদ্ভাবনী প্রয়োগ বা কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তার (AGI) দিকে স্বাভাবিক অগ্রগতির মাধ্যমে, ২০২৫ সালে আমরা যুগান্তকারী অগ্রগতির সম্মুখীন হব।
তথ্যসূত্র : ইউরোনিউজ