একটি সাধারণ অপরিচিত আন্তর্জাতিক ফোন নম্বর থেকে কল- আপনার ব্যাংক অ্যাকাউন্ট খালি করতে কিংবা আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক করতে সক্ষম। আপনি একা নন, কারণ এই আন্তর্জাতিক ফোন কলগুলোর পেছনে স্ক্যামাররা রয়েছে, যারা মিথ্যা চাকরির প্রস্তাব, লটারি পুরস্কার বা উপহারের প্রলোভন ইত্যাদি দেখিয়ে মানুষকে প্রলুব্ধ করার চেষ্টা করে। একসঙ্গে, তারা আপনার ব্যক্তিগত এবং ব্যাংকিং তথ্য চুরি করে কিংবা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দখল করে নেয়।
যদিও অপরিচিত আন্তর্জাতিক নম্বর থেকে সব কল কিন্তু স্ক্যামারদের নয়। তবে, বেশির ভাগই আসে স্ক্যামারদের পক্ষ থেকে। এই স্ক্যামারদের modus operandi (কর্মপদ্ধতি) ক্ষেত্রে ভিন্নতা থাকতে পারে। কিছু স্ক্যামার কেবল একটি মিসড কল দিয়ে কৌতূহল সৃষ্টি করতে চেষ্টা করে, যাতে আপনি তাদের কল ব্যাক করেন। আবার কিছু স্ক্যামার একের অধিক কল করে বলেন যে, তারা কুরিয়ার কোম্পানি বা নিয়োগ এজেন্সি থেকে এসেছে, এবং তাদের কাছে আপনার জন্য গুরুত্বপূর্ণ এবং সময়সীমাবদ্ধ আপডেট আছে। দুই ক্ষেত্রেই ভালো পদক্ষেপ হবে সেসব কল গ্রহণ না করা বা তাদের কল ব্যাক না করা। শুধু তা-ই নয়, এটি গুরুত্বপূর্ণ যে Truecaller-এর মতো সেবা ব্যবহার করা, যা আন্তর্জাতিক ফোন নম্বর থেকে আসা স্ক্যাম কলগুলোর বিরুদ্ধে প্রথম স্তরের সুরক্ষা হিসেবে কাজ করে, বিশেষত- যদি একই নম্বর অন্যদের স্ক্যাম করার জন্য ব্যবহার করা হয়ে থাকে।
এক্ষেত্রে আপনার কাজ হবে সেই ফোন নম্বরগুলো ব্লক এবং রিপোর্ট করা। যদি আপনি এই কলগুলো WhatsApp-এর মতো অ্যাপস থেকে পান, তবে ‘সাইলেন্ট আননোন কলস’- এর মতো অপশন অ্যাক্টিভ করুন, যাতে কলগুলো স্বয়ংক্রিয়ভাবে ব্লক হয়ে যায়।
মনে রাখতে হবে :
সর্বদা ফোন নম্বরের শুরুটা লক্ষ্য করুন, যদি এটি +৯১ ছাড়া অন্য কিছু বলে, তবে এটি আন্তর্জাতিক ফোন নম্বরের কল এবং তা কেটে দিন। যদি নম্বরটি +৯২ (পাকিস্তান), +৮৪ (ভিয়েতনাম), +৬২ (ইন্দোনেশিয়া), +১ (যুক্তরাষ্ট্র), বা +৯৮ (ইরান) দিয়ে শুরু হয়, তবে সেই কল ধরার চেষ্টা করবেন না, কারণ এ কলগুলোর খরচ হতে পারে, যা প্রতি মিনিটে অনেক টাকা খরচ করতে পারে। যদি একাধিক অপরিচিত আন্তর্জাতিক নম্বর থেকে ফোন কল পাচ্ছেন, তবে এটি হতে পারে যে আপনার ফোন নম্বরটি একটি বড় ডেটাবেস হ্যাকের অংশ হিসেবে ফাঁস হয়ে গেছে এবং এ ক্ষেত্রে, DND (Do Not Disturb) সক্ষম করা অপরিচিত ফোন নম্বর থেকে ফোন কল কমাতে সাহায্য করবে। সবশেষে স্ক্যামের ব্যাপারে, সর্বদা সতর্ক থাকা ভালো।
তথ্যসূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস