এক আসর পর আইপিএলে ফেরার উপলক্ষটা সুখকর হলো না জফ্রা আর্চারের। ভারতের এই ফ্রাঞ্চাইজি লিগের ইতিহাসে এক ইনিংসে সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ড এখন এই ইংলিশ পেসারের। অনাকাঙ্ক্ষিত এই রেকর্ড থেকে তিনি ‘মুক্তি’ দিলেন ভারতীয় পেসার মোহিত শার্মাকে।
এবারের আইপিএলে রাজস্থান রয়্যালসের প্রথম ম্যাচে রবিবার (২৩ মার্চ) সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৪ ওভারে ৭৬ রান দিয়ে উইকেটশূন্য থাকেন আর্চার। গত আসরে গুজরাট টাইটান্সের হয়ে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ৪ ওভারে ৭৩ রান দিয়েছিলেন মোহিত।
হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে ইনিংসের পঞ্চম ওভারে বল হাতে পান আর্চার। তার প্রথম দুই বলেই চার ও ছক্কা মারেন ট্রাভিস হেড। অস্ট্রেলিয়ান ওপেনার ওভারের শেষ তিন বলে মারেন তিনটি চার। এই ওভারে আসে ২৩ রান।
আর্চার আবার বোলিং পান দ্বাদশ ওভারে। এই ওভারে তাকে দুইটি চার মারেন নিতিশ কুমার রেড্ডি, রান আসে মোট ১২। পরের ওভারে তাকে তিনটি ছক্কা মারেন ইশান কিষান, এবার আসে ২২ রান।
কোটার শেষ ওভারটি করেন তিনি ইনিংসের অষ্টাদশ ওভারে। এবার তার প্রথম ডেলিভারি যায় ব্যাটসম্যানের মাথার প্রায় ওপর দিয়ে, যা ফাঁকি দেয় কিপারকেও। উচ্চতার ‘নো’ বলের পাশাপাশি ‘বাই’ থেকে আসে চার রান। পরে চারটি বাউন্ডারি হজম করে এই ওভারে ২৩ রান দেন তিনি।
টস হেরে ব্যাটিংয়ে নামা হায়দরাবাদ কিষানের বিধ্বংসী সেঞ্চুরিতে ২০ ওভারে ৬ উইকেটে করে ২৮৬ রান। পঞ্চাশের বেশি রান দেন রাজস্থানের আরও দুই বোলার। ৪ ওভারে ৫২ রান দিয়ে ২টি উইকেট নেন শ্রীলঙ্কান অফ স্পিনার মাহিশ থিকশানা। ভারতীয় পেসার সান্দিপ শার্মা ৪ ওভারে ৫১ রান দিয়ে পান একটি উইকেট।
আইপিএলের গত আসরে খেলেননি আর্চার। এবারের আসরের জন্য শুরুতে নিলামের সংক্ষিপ্ত তালিকায় ছিল না তার নাম, যা নিয়ে প্রশ্ন আর কৌতূহল জেগেছিল অনেক। পরে নিলামের তিন দিন আগে তালিকায় ফেরানো হয় তাকে। ১২ কোটি ৫০ লাখ রুপিতে তাকে দলে নেয় রাজস্থান।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ