ইশান কিষান ও ট্রাভিস হেডের দাপুটে ব্যাটিংয়ে রাজস্থান রয়ালসকে ২৮৭ রানের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।
আজ রবিবার রাজীব গান্ধী স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামা হায়দরাবাদ প্রথম ইনিংসে ২৮৬ রান সংগ্রহ করেছে। এটি আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান, যা আগের সর্বোচ্চ রান ২৮৮ রানকে ছাড়িয়ে যায় না, তবে সেই রেকর্ডও হায়দরাবাদই করেছিল গত মৌসুমে।
ব্যাটিংয়ে নেমে হায়দরাবাদের দুই ওপেনার ট্রাভিস হেড ও অভিষেক শর্মা শুরু থেকেই ঝড় তোলেন। প্রথম তিন ওভারে তারা ৪৫ রান সংগ্রহ করেন। তবে চতুর্থ ওভারে মহেশ থিকশানার শিকার হয়ে ১১ বলে ২৪ রান করে ফিরে যান অভিষেক শর্মা। তবে তার বিদায়েও রানের গতি থামেনি। হেড ও ইশান কিষান মিলে ঝড়ো ব্যাটিং চালিয়ে যান এবং পাওয়ারপ্লে শেষে ৯৪ রান হয়ে যায়।

হেড ৩১ বলে ৬৭ রান করে দলীয় ১৩০ রানে আউট হন। তবে রানের চাকা বন্ধ হয়নি। তৃতীয় উইকেটে নিতিশ কুমার রেড্ডি এবং ইশান কিষান গড়েন ৭২ রানের জুটি। ২০০ রান পেরোনোর পর রেড্ডি থিকশানার শিকার হয়ে ফিরে যান।
শেষদিকে হেনরিখ ক্লাসেন ১৪ বলে ৩৪ রান এবং অনিকেত ভার্মা ৭ রান যোগ করেন। নিয়মিত উইকেট পতনের মাঝেও ইশান কিষান বিধ্বংসী ব্যাটিং করে দলের রান তোলার যাত্রা অব্যাহত রাখেন এবং সেঞ্চুরি করেন। ৪৭ বলে ৬ ছক্কা ও ১১ চারে ১০৬ রান করে অপরাজিত থাকেন তিনি। এর ফলে ২৮৬ রানে শেষ হয় হায়দরাবাদের ইনিংস।
বিডি প্রতিদিন/মুসা