পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে ৯ উইকেটে হারাল পাকিস্তান। হাসান নওয়াজের সেঞ্চুরিতে ২৪ বল হাতে রেখেই জয় পায় দলটি।
স্বাগতিক কিউইরা আজ আগে ব্যাট করে ২০৫ রানের বিশাল লক্ষ্য ছুড়ে দেয়। জবাবে ২৪ বল হাতে রেখে জয় পায় পাকিস্তান।
পাকিস্তানের জয়ের মূল নায়ক নওয়াজ। বিশাল লক্ষ্য তাড়ায় নেমে মোহাম্মদ হারিসকে নিয়ে দারুণ শুরু এনে দেন তিনি। ৫.৫ ওভার স্থায়ী তাদের ওপেনিং জুটিতেই আসে ৭৪ রান। হারিস ৪১ রানে আউট হওয়ার পর বাকি পথ সালমান আগাকে (৫১*) নিয়ে পাড়ি দেন নওয়াজ। তাদের অবিচ্ছিন্ন জুটিতে আসে ১৩৩ রান।
২২ বছর বয়সী নওয়াজ একের পর এক ছক্কা-চার হাঁকিয়ে কিউই বোলারদের ছন্নছাড়া করে দেন। ১০ চার ও ৭ ছক্কায় অপরাজিত ১০৫ রান করেছেন মাত্র ৪৫ বলে। সেঞ্চুরি ছুঁয়েছেন ৪৪ বলে। পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যা দ্রুততম সেঞ্চুরি।
২০২১ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাবর আজমের ৪৯ বলে সেঞ্চুরি ছিল আগের রেকর্ড। টি-টোয়েন্টিতে সেঞ্চুরি হাঁকানো পাকিস্তানের মাত্র চতুর্থ ব্যাটার হচ্ছেন নওয়াজ। অন্য দুইজন হলে রিজওয়ান ও মোহাম্মদ শেহজাদ।
বিডি প্রতিদিন/এমআই