দীর্ঘ অপেক্ষা শেষে গতকাল সোমবার বাংলাদেশে পা রেখেছেন হামজা চৌধুরী। এর আগেও বাংলাদেশে এসেছেন তিনি। তবে জাতীয় দলের হয়ে খেলার লক্ষ্য নিয়ে এবারই প্রথম এসেছেন হামজা। তাই ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা এই ফুটবলারকে নিয়ে উন্মাদনায় মেতেছে পুরো দেশ।
হামজার বাংলাদেশ দলে যোগ দেয়া নিয়ে কাবরেরা বলছেন, ‘হামজার বাংলাদেশ দলে যোগ দেয়া বিশাল সম্ভাবনার। সবাই বেশ খুশি। সব খেলোয়াড় যত দ্রুত সম্ভব তার সাথে দেখা করে অনুশীলন করতে মুখিয়ে আছে। প্রায় প্রতিটি সপ্তাহেই তার সাথে আমার যোগাযোগ হয়েছে। আমরা সামনে দেখছি এবং তার সাথে দেখা করে কিভাবে ভারতকে হারাব সে পরিকল্পনার জন্য অপেক্ষা করছি।’
কাবরেরা ভাসাচ্ছেন হামজা বন্দনায়, ‘হামজার প্রিমিয়ার লিগের অভিজ্ঞতা, নেতৃত্ব, পেশাদারিত্ব কার্যকরী হবে। আমার মনে হয় সেও জাতীয় দলের হয়ে খেলার জন্য মুখিয়ে আছেন। সুতরাং, অবশ্যই আমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। ঘরের মাঠে ভারতের খেলাকে আমরা সমীহ করি, কঠিন একটি ম্যাচ হবে। তবে অতীতের তুলনায় আমরা ভালো অবস্থায় আছি এবং হামজা আমাদের কিছুটা সুবিধা দেবে। আমাদের লক্ষ্য তাদের বিপক্ষে জয় আনা।’
২৫ ফেব্রুয়ারি শিলংয়ে বসবে ভারতের বিপক্ষে ম্যাচ। এরআগে দল গুছিয়ে নিচ্ছে কাবরেরা। পরিকল্পনাও কষে নিচ্ছেন। স্বাগতিক হিসেবে ভারতকে এগিয়েও রাখছেন। তবে ছাড় না দেওয়ার প্রত্যয় শুনিয়েছেন স্প্যানিশ কোচ।
সৌদি আরব থেকে অনুশীলন সেরে আজ সকালে দেশে এসেছেন জামালরা। কয়েক দিন দেশে সারবে অনুশীলন। এরপর এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচ খেলতে ভারতের উদ্দেশ্যে উড়াল দেবে। ওই দলে থাকছেন হামজা।
বিডি প্রতিদিন/নাজিম