উদ্বোধনী জুটিতে উড়ন্ত সূচনা করলেন সাব্বির হোসেন ও মোহাম্মদ নাঈম শেখ। সাব্বির ফিরে গেলেও দলকে আরও অনেকটা পথ এগিয়ে নিলেন নাঈম। এই বাঁহাতি ওপেনারের বিদায়ের পর সাজ্জাদুল হক ও আব্দুল্লাহ আল মামুনের ঝড়ে অনন্য উচ্চতায় উঠে গেল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রবিবার (৯ মার্চ) ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ৮ উইকেটে ৪২২ রান করে প্রাইম ব্যাংক। ঢাকা প্রিমিয়ার লিগ তো বটেই, সব মিলিয়ে বাংলাদেশের মাঠে লিস্ট 'এ' ক্রিকেটে এটিই দলীয় সর্বোচ্চ ইনিংস।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ২০২২ সালের ডিসেম্বরে ইশান কিষানের ডাবল সেঞ্চুরির সৌজন্যে ৮ উইকেটে ৪০৯ রান করেছিল ভারত। বাংলাদেশের মাঠে এতদিন এটিই ছিল একমাত্র চারশছোঁয়া দলীয় সংগ্রহ।
বাংলাদেশের কোনো দলের ও ঢাকা প্রিমিয়ার লিগে রেকর্ডটি ছিল আবাহনী লিমিটেডের। ২০১৮ সালের মার্চে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ৪ উইকেটে ৩৯৩ রান করেছিল দেশের ক্লাব ক্রিকেটের সবচেয়ে সফল দলটি। পরে দুই দফা চারশর কাছাকাছি যায় প্রাইম ব্যাংক। ২০২২ সালে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে এনামুল হকের ১৮৪ রানের সৌজন্যে ৫ উইকেটে ৩৮৮ রানে থামে তাদের ইনিংস। গত বছর ব্রাদার্সের বিপক্ষে ৩৮০ রান করেছিল তারা।
বারবার খুব কাছে গিয়ে চারশ ছুঁতে না পারার আক্ষেপ এবার তারা দূর করল নাঈম শেখের বিস্ফোরক ব্যাটিংয়ে। ক্যারিয়ার সেরা ইনিংসে মাত্র ১২৫ বলে ১৭৬ রান করেন বাঁহাতি ওপেনার। ১৮ চারের সঙ্গে ৮টি ছক্কায় নিজের ইনিংস সাজান তিনি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ