উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রদ্রিগো গোয়েসের অসাধারণ গোলে ম্যাচের শুরুটা দুর্দান্ত হয়েছিল রিয়াল মাদ্রিদের। কিন্তু রিয়ালের সেই দাপট দ্রুতই হারিয়ে যায় আধা ঘণ্টার মধ্যে হুলিয়ান আলভারেজের গোলে। দ্বিতীয়ার্ধে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় ব্রাহিম দিয়াজ। তার দুর্দান্ত এক গোলে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে ওঠার পথে এগিয়ে রইল রিয়াল।
মঙ্গলবার রাতে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে শেষ ষোলোর প্রথম লেগে ২-১ গোলে জিতেছে কার্লো আনচেলত্তির শীষ্যরা।
ঘরের মাঠে শুরুতেই এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। ম্যাচে পাওয়া প্রথম সুযোগেই বাজিমাত করেছেন রদ্রিগো গোয়েস। চতুর্থ মিনিটেই ফেদে ভালভার্দের পাস ধরে বাঁকানো দৌড়ে দু’জনকে কাটিয়েছে বক্সে ঢুকে বাঁ পায়ের জোরালো শটে বল জালে জড়ান এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। সর্বশেষ ৯ ম্যাচে পঞ্চম গোল পেলেন রদ্রিগো।
অন্যদিকে, দিয়েগো সিমিওনের দল খোলস ছেড়ে বের হয় পঞ্চদশ মিনিটের পর। কয়েকটি আক্রমণ সাজিয়েও তারা ঠিক কাজের কাজ করতে পারেনি। ২৭ মিনিটে প্রথম ভালো আক্রমণ বানানোর পর অ্যাতলেটিক মিডফিল্ডার হাভিয়ের গ্যালান সতীর্থকে লিনোকে বল বাড়ান গোলবারে, শটটি কোর্তোয়া মিস করলেও ক্লিয়ার করেন ভালভার্দে। এরপর আরও কয়েকটি আক্রমণের পর সফরকারীরা ম্যাচে সমতা টানে ৩২তম মিনিটে।
বাঁ পাশ দিয়ে কামাভিঙ্গা ও রদ্রিগোকে কাটিয়ে বক্সের মাথা থেকে হুলিয়ান আলভারেজ ডানপায়ের দুর্দান্ত শটে থিবো কোর্তোয়াকে ফাঁকি দিয়ে বল জালে জড়ান। লাফিয়েও কিনারা পাননি রিয়াল গোলরক্ষক। মুহূর্তেই স্কোরলাইন ১-১ পরিণত হয় এবং কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায় বার্নাব্যুর রিয়াল শিবির। ম্যানচেস্টার সিটি থেকে অ্যাতলেটিকোয় যোগ দিয়ে ৯ ম্যাচে ৭ম গোল পেয়ে গেলেন আর্জেন্টাইন তারকা আলভারেজ।
বিরতির পর রিয়াল শুরু থেকেই ব্যবধান বাড়াতে মরিয়া হয়ে ওঠে। ৫৫ মিনিটে তারা কাঙ্ক্ষিত গোলটিও পেয়ে যায় তরুণ ব্রাহিম দিয়াজের পা থেকে। মেন্ডির কাছ থেকে বল পেয়ে বক্সে ঢুকে লাল জার্সিতে ঘেরা বেষ্টনিতে পড়ে যায় এই মরক্কোন তারকা, সেই জটলার মাঝেই হালকা কাটিয়ে ফাঁকা জায়গা খুঁজে মাটি কামড়ানো শট নেন দিয়াজ। মিনিট চারেক পর দারুণ সুযোগ তৈরি করেন আঁতোয়ান গ্রিজম্যান। তার নেওয়া শট রিয়াল ডিফেন্ডারকে ফাঁকি দিলেও কোর্তোয়ার বাধা পেরোতে পারেনি।
শেষদিকে ম্যাচ অনেকটাই রিয়ালের নিয়ন্ত্রণে চলে যায়। গোল শোধ করার বদলে বদলি প্লেয়ার নামিয়ে উল্টো রক্ষণে শক্তি বাড়াতে থাকেন অ্যাতলেটিকো কোচ সিমিওনে। এরপর রিয়ালের রক্ষণে প্রতিপক্ষের হানা পড়েছে ঠিক, কিন্তু ৬১ মিনিটের পর তারা গোলের জন্য কোনো শটই নিতে পারেনি। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে অ্যাতলেটিকোর বিপক্ষে প্রথম লেগ শেষ করল রিয়াল মাদ্রিদ।
বিডি-প্রতিদিন/বাজিত