কোনো ম্যাচ না জিতেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপপর্ব থেকে বিদায় নিয়েছে স্বাগতিক পাকিস্তান। চলমান সেমিফাইনাল ও ফাইনালে তারা কেবল দর্শক। এরই মধ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজের জন্য প্রস্তুতি শুরু করেছে তারা। তবে টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা হয়নি বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদির।
আগামী ১৬ মার্চ থেকে নিউজিল্যান্ড সফরে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান। মঙ্গলবার (৪ মার্চ) পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) দল ঘোষণা করে। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন কোচ আকিব জাভেদ ও নতুন টি-টোয়েন্টি অধিনায়ক সালমান আলি আগা।
কেন বাদ দেওয়া হলো বাবর-রিজওয়ানদের?
সংবাদ সম্মেলনে কোচ আকিব জাভেদ বলেন, "এটি কোনো স্থায়ী সিদ্ধান্ত নয়। কেবল আসন্ন সফরের জন্য কিছু পরিবর্তন আনা হয়েছে। আমরা তরুণদের সুযোগ দিতে চাই, পাশাপাশি খেলার ধরন ও মানসিকতায় পরিবর্তন আনতে চাই। অনেক দলই তাদের টি-টোয়েন্টি স্কোয়াড ৮০-৯০ শতাংশ আলাদা রাখে।"
বিশ্বকাপ ও এশিয়া কাপের আগে দল গোছানোর পরিকল্পনার কথাও জানান তিনি, "আমাদের লক্ষ্য হলো ২৪-২৫ জন ক্রিকেটারকে প্রস্তুত রাখা, যাতে গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের আগে সঠিক কম্বিনেশন পাওয়া যায়।"
শাহিনের ফর্ম নিয়ে প্রশ্ন
সম্প্রতি বল হাতে ছন্দে নেই শাহিন শাহ আফ্রিদি। টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়ার বিষয়ে কোচ বলেন, "ওয়ানডে ক্রিকেটে আমরা দেখি একজন ক্রিকেটার দলের জন্য কতটা প্রয়োজনীয়। যদি কেউ সেই মানদণ্ডে না পৌঁছায়, সেটি অবশ্যই উদ্বেগের বিষয়। তবে শাহিন বা হারিস রউফ এখনও টি-টোয়েন্টিতে ভালো করতে পারে।"
উসামা মির বাদ, কারণ ফিটনেস
ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করেও ডাক পাননি লেগ-স্পিনার উসামা মির। এ প্রসঙ্গে আকিব জাভেদ বলেন, "উসামার বাদ পড়ার মূল কারণ ফিটনেস। তাকে বিষয়টি জানানো হয়েছে। দলে জায়গা পেতে হলে ফিটনেসেও উন্নতি করতে হবে।"
পাকিস্তান দলে বড় পরিবর্তন, তবে স্থায়ী নয়
নতুন নেতৃত্বে তরুণদের বেশি সুযোগ দিয়ে টি-টোয়েন্টি দল গঠনের পথে হাঁটছে পাকিস্তান। তবে কোচ আকিব জাভেদ জানিয়েছেন, এটি কোনো স্থায়ী সিদ্ধান্ত নয়। বিশ্বকাপের আগে দলে পরিবর্তন আসতে পারে।
বিডি প্রতিদিন/আশিক