পুরো ম্যাচজুড়ে আক্রমণ করেও কাঙ্ক্ষিত ফল পেল না আল নাসর। প্রতিপক্ষ আল ওরাবাহ তুলে নিল দারুণ এক জয়! সৌদি প্রো লিগে নিজেদের শেষ তিন ম্যাচে দ্বিতীয়বার হার দেখল ক্রিস্টিয়ানো রোনালদোর দল আল নাসর। গতকাল রাতে আল জাউফ ইউনিভার্সিটি স্টেডিয়ামে আল ওরাবাহর কাছে ২-১ গোলে হেরে গেছে তারা।
প্রথমার্ধে ওমর আল সোমাহর গোলে এগিয়ে যায় আল ওরাবাহ। দ্বিতীয়ার্ধের শুরুতেই আল নাসরকে সমতায় ফেরান নাওয়াফ বউসাল। ৬৫তম মিনিটে জোহান বার্গের গোলে জয় নিশ্চিত করে আল ওরাবাহ।
এ হারে ২৩ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে টেবিলের ৩ নম্বরে নেমে গেছে আল নাসর। ২২ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আল ইত্তিহাদ। ২৩ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আল হিলাল।
এই পরাজয়ের ফলে শিরোপার দৌড় থেকে অনেকটাই পিছিয়ে পড়েছে রোনালদোর দল। আগের ম্যাচে আল ওয়েহদার বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছিল তারা। তবে তার আগের ম্যাচে আল ইত্তিফাকের কাছে ৩-২ গোলে হেরেছিল।
আল ওরাবাহর বিপক্ষে ৭২% বল দখলে রেখেছিল আল নাসর। গোলের জন্য শট নিয়েছিল ২২টি, এর মধ্যে লক্ষ্যে ছিল ৯টি শট। বিপরীতে আল ওরাবাহ মাত্র ২৮% বল দখলে রেখেও ৭টি শট নেয় এবং লক্ষ্যে থাকা দুটি শটই গোলে পরিণত করে।
আক্রমণের ঝড় তুলেও সফল হতে পারেনি আল নাসর। ম্যাচের ৪০তম মিনিটে স্ট্রাইকার ওমর আল সোমাহর গোলে এগিয়ে যায় আল ওরাবাহ। বিরতি থেকে ফিরে সৌদি ডিফেন্ডার নাওয়াফ বউসালের গোলে সমতায় ফেরে নাসর। কিন্তু ৬৫তম মিনিটে জোহান বার্গের গোলে আবার পিছিয়ে পড়ে তারা। পরবর্তী সময়ে একের পর এক আক্রমণ শানালেও গোলের দেখা পায়নি রোনালদোর দল।
টেবিলে উন্নতি আল ওরাবাহর
২৩ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে ১২তম স্থানে থাকা আল ওরাবাহ জয় পেয়ে এক ধাপ এগিয়ে ১১তম স্থানে উঠে এসেছে।
বিডি প্রতিদিন/আশিক