ফর্ম আগের মতো নেই। জায়গা হারাতে হয়েছে শুরুর একাদশে। আগামী গ্রীষ্মে তাই কাসেমিরো ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে পারেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। তবে এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার বলছেন, চুক্তির মেয়াদের শেষ পর্যন্ত ওল্ড ট্র্যাফোর্ডেই থেকে যেতে চান তিনি।
প্রিমিয়ার লিগে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ইউনাইটেডের ১-০ গোলে হারের ম্যাচে শুরু থেকে খেলেন কাসেমিরো। তবে হুবেন আমুরির কোচিংয়ে লিগে আগের ১১ ম্যাচের ১০টিতে বেঞ্চে থাকতে হয় তাকে। মৌসুমে ভীষণ বাজে সময়ের মধ্য দিয়ে যাওয়া ইউনাইটেড প্রিমিয়ার লিগে নেমে গেছে ১৫তম স্থানে। স্প্যানিশ সংবাদমাধ্যম এএস-এ প্রকাশিত সাক্ষাৎকারে কাসেমিরো বলেন, আরও বেশি সময় খেলতে চান তিনি।
তিনি জানান, “অবশ্যই, আমি আরও খেলতে চাই। এমন কোনো খেলোয়াড়কে চিনি না, যে খেলতে চায় না। আমি এই মুহূর্তে ক্লাবকে সাহায্য করতে চাই। আমার সতীর্থ, স্টাফ এবং সর্বোপরি ইউনাইটেডের প্রতি সম্মানের সঙ্গে সবকিছু মোকাবেলা করি আমি।”
ইউনাইটেডে কাসেমিরোর চুক্তির মেয়াদ আছে ২০২৬ সালের জুন পর্যন্ত। আগামী রোববার ৩৩ বছর পূর্ণ করতে যাওয়া মিডফিল্ডার উপভোগ করছেন ঐতিহ্যবাহী এই ক্লাবে থাকাটা। কাসেমিরো বলেন, “আমার চুক্তির দেড় বছর বাকি আছে এবং আমি ম্যানচেস্টারে থাকতে চাই। এখানে আমি স্বাচ্ছন্দ্য বোধ করছি, আমার পরিবারও তাই। তারা মানিয়ে নিয়েছে, আমরা ইংরেজিতে কথা বলি। সমর্থক এবং ক্লাবের প্রতি খুব কৃতজ্ঞ আমি। ক্লাবে আমি খুশি। বেঞ্চে থেকে খুশি? অবশ্যই না, এটা ভিন্ন ব্যাপার।”
২০২২ সালের অগাস্টে রিয়াল মাদ্রিদ থেকে ইউনাইটেডে যোগ দেন কাসেমিরো। রিয়ালের অনেক সাফল্যের নায়ক তিনি। স্প্যানিশ ক্লাবটিতে ৯ বছরের অধ্যায়ে জেতেন পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ ও তিনটি লা লিগা শিরোপা। লুকা মদ্রিচ ও টনি ক্রুসকে সঙ্গে নিয়ে গড়ে তোলেন অসাধারণ মিডফিল্ড ত্রয়ী। তবে ইউনাইটেডে নিজের পারফরম্যান্স নিয়ে প্রায়ই সমালোচনার মুখে পড়েন কাসেমিরো। কেউ কেউ মনে করেন, নিজের সেরা সময় পেছনে ফেলে এসেছেন তিনি।
কাসেমিরো বলেন, “আমার এখনও অনেক কিছু দেওয়ার আছে। আমি ৩৩ বছর বয়সে পা রাখতে যাচ্ছি। আজকাল ২৮ বছর বয়সের আগের মতো মনে হয় নিজেকে। পুষ্টি ঠিক রাখলে, শারীরিক প্রস্তুতি, নিজের যত্ন নিলে একজন খেলোয়াড়ের ক্যারিয়ার দীর্ঘায়িত হয়। এ কারণেই ৪০ বছর বয়সেও ক্রিস্তিয়ানো (রোনালদো) এখনও প্রতি মৌসুমে ৫০ গোল করছে।”
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ