এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশ দলের কন্ডিশনিং ক্যাম্প শুরু হচ্ছে ২৮ ফেব্রুয়ারি। এবারের প্রস্তুতি ক্যাম্প দুটি ধাপে সম্পন্ন হবে। প্রথম ধাপ ২৮ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত ঢাকায় অনুষ্ঠিত হবে। এরপর বাংলাদেশ দল সৌদি আরব চলে যাবে ১৫ দিনের জন্য।
এবারও টানা তৃতীয়বারের মতো মরুভূমির দেশে প্রস্তুতি নেবেন তপু বর্মণ, রাকিব হোসেনরা। ১৫ দিন অনুশীলন শেষে ১৭ মার্চ তারা ঢাকা ফিরে আসবেন। তিনদিন পর, ২০ মার্চ দল ভারতের শিলংয়ের উদ্দেশে রওনা হবে।
ঢাকা থেকে শিলংয়ের জন্য বিমানে যাবেন হামজা চৌধুরীও। ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগের দল শেফিল্ড ইউনাইটেডে খেলা এই মিডফিল্ডার ১৯ মার্চ ঢাকায় আসবেন এবং তার পর দলের সঙ্গে শিলং যাবেন।
প্রস্তুতি ক্যাম্প শুরুর আগে প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বের একটি রাউন্ড অনুষ্ঠিত হবে ২১ ও ২২ ফেব্রুয়ারি, যাতে ফুটবলাররা খেলার মধ্যে থাকবেন। পেশাদার লিগ কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে।
বিডি প্রতিদিন/মুসা