অনেক তর্ক-বিতর্ক আলোচনার পর হাইব্রিড মডেলে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে রাজি হয়েছে পাকিস্তান বোর্ড। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে টুর্নামেন্ট। সেই টুর্নামেন্টের আগে আবারও শুরু বিতর্ক। নেপথ্যে ভারতীয় দলের জার্সি।
নিয়ম অনুযায়ী কোনো আইসিসি টুর্নামেন্টের জার্সিতে টুর্নামেন্টের নাম ও লোগোসহ আয়োজক দেশের নামও থাকে। হাইব্রিড মডেলের দরুণ ভারতীয় দল দুবাইয়ে নিজেদের ম্যাচ খেলবে। তবে টুর্নামেন্টের আয়োজক কিন্তু পাকিস্তানই। তাই সেই নিয়ম অনুযায়ী পাকিস্তানের জার্সি থাকবে অংশগ্রহণকারী সকল দেশের জার্সিতে। ঠিক এই জায়াগাতেই আপত্তি ভারতীয় বোর্ডের।
একাধিক রিপোর্ট অনুযায়ী বিসিসিআইয়ের পক্ষ থেকে ভারতীয় দলের জার্সিতে পাকিস্তানের নাম রাখার জন্য দাবি করা হয়েছে। এই দাবির জেরে আবারও একবার গোটা টুর্নামেন্ট নিয়ে বিতর্ক শুরু হয়েছে।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা জানান, ভারতীয় বোর্ড জার্সিতে পাকিস্তানে নাম না রাখতে চাওয়ায় তিনি বিরক্ত। তার মতে অহেতুক ভারতীয় বোর্ড ক্রিকেটের মধ্যে রাজনীতি টেনে আনছে। তার দাবি অনুযায়ী ভারতীয় দল এর আগেও অধিনায়ক রোহিত শর্মাকে টুর্নামেন্টের উদ্বোধনে পাকিস্তানে না পাঠানোর কথা জানিয়ে দিয়েছে। তবে তিনি আশাবাদী যে এক্ষেত্রে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি এই বিষয়ে হস্তক্ষেপ করে পাকিস্তানের সহায়তায় এগিয়য়ে আসবে।
জার্সির বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। ২৩ ফেব্রুয়ারি চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে লড়বে তারা। গ্রুপের শেষ ম্যাচে (২ মার্চ) তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড।
সূত্র : এনডিটিভি।
বিডি-প্রতিদিন/বাজিত