আন্তর্জাতিক ওয়াইল্ডকার্ড ক্রিকেটার হিসেবে সাকিব আল হাসান যুক্তরাষ্ট্রের মাইনর লিগের ক্লাব আটলান্টা ফায়ারে যোগ দিয়েছেন। দলটির সমাজমাধ্যমে দেওয়া ভিডিও বার্তায় তাদের হয়ে খেলার তথ্য নিশ্চিত করেছেন সাকিব। এ দলে যোগ দিয়ে উচ্ছ্বসিত সাকিব বলেন, ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমি আটলান্টা ফায়ারে যোগ দিয়েছি এবং দলের হয়ে মাইনর লিগ ক্রিকেট টুর্নামেন্টে খেলব। আরও আনন্দের খবর হচ্ছে, আটলান্টা ক্রিকেট এবার ৩৯তম ফোবানার টাইটেল স্পন্সর।
আমি ফোবানার সফলতা কামনা করি। আশা করি শিগগিরই আপনাদের সঙ্গে দেখা হবে।’ সাকিব বর্তমানে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা ফ্যালকনের হয়ে খেলছেন।