বসুন্ধরা ঢাকা প্রিমিয়ার ক্রিকেটের রেলিগেশন লিগের শেষ রাউন্ডের ম্যাচে জয় পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন। গতকাল পারটেক্স স্পোর্টিং ক্লাবকে ১১৩ রানে হারিয়েছে দলটি। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ব্রাদার্সের ২৯৪ রান সংগ্রহের পর প্রতিপক্ষকে তারা মাত্র ১৮১ রানে গুটিয়ে দেয়। এ জয়ের ফলে ১৩ ম্যাচে মোট ৯ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগে টিকে থাকল ব্রাদার্স। সমান ম্যাচে পারটেক্স ৮ ও শাইনপুকুর ক্রিকেট ক্লাব ২ পয়েন্ট পেয়ে প্রথম বিভাগে নেমে গেছে। আর প্রথম বিভাগ থেকে প্রিমিয়ার লিগে উন্নীত হয়েছে ঢাকা লেপার্ডস ও সিটি ক্লাব। এদিন দলগত বড় সাফল্য এলেও ব্যক্তিগত হতাশা সঙ্গী হয়েছে ব্রাদার্স ইউনিয়নের জয়ের নায়ক মাহফিজুল ইসলামের। গতকাল শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ওপেনিংয়ে নেমে মাহফিজুল ৫ ছক্কা ও ১০ চারে ৯৮ রান করেন। দুই রানের জন্য হাতছাড়া করেন সেঞ্চুরি। ইয়াসিন মুনতাসিরের বলে বোল্ড হয়ে হতাশা নিয়ে মাঠ ছাড়েন ব্রাদার্সের এ ওপেনার। ৭ চারে ৫০ রান আসে দলটির অধিনায়ক মাইশুকুর রহমানের ব্যাট থেকে। ২ ছক্কা ও ৩ চারে মিজানুর রহমান করেন ৪২ রান। আইচ মোল্লা ৪৮ রান করতে মারেন ৩ ছক্কা ও দুটি চার।