অনেক দিন পর একটি বড় ইনিংস খেললেন সৌম্য সরকার। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ডিএল মেথডে ১০ রানের জয়ী ম্যাচে ৮০ রানের ইনিংস খেলেন লেজেন্ডস অব রূপগঞ্জের বাঁহাতি ব্যাটার সৌম্য সরকার। রূপগঞ্জের পয়েন্ট ১০ ম্যাচে ১৫ এবং ব্রাদার্সের পয়েন্ট ৫। বসুন্ধরা প্রিমিয়ার ক্রিকেট লিগে গতকাল কোনো সেঞ্চুরির ইনিংস নেই। নার্ভাস নাইনটিজের শিকার হয়েছেন ধানমন্ডি স্পোর্টস ক্লাবের অধিনায়ক নুরুল হাসান সোহান। ব্যক্তিগত ৯৭ রানে সাজঘরে ফিরলেও ধানমন্ডি ১৭ বল হাতে রেখে ৫ উইকেটে হারিয়েছে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেটার্সকে। ধানমন্ডির পয়েন্ট ৮ ও রূপগঞ্জ ক্রিকেটার্সের পয়েন্ট ৫। দিনের আরেক ম্যাচে গাজী ক্রিকেটার্স ১৭০ রানের পাহাড়সমান ব্যবধানে হারিয়েছে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে। ১০ ম্যাচে সাত জয়ে গাজীর পয়েন্ট এখন ১৪। আট হারে পারটেক্সের পয়েন্ট ৪। পারিশ্রমিক নিয়ে পারটেক্সের কর্মকর্তাদের সঙ্গে বনিবনা হয়নি ক্রিকেটারদের। গতকালের ম্যাচ বয়কটের হুমকি দিয়েছিলেন ক্রিকেটাররা। বিকেএসপি-৩ নম্বর মাঠে পারটেক্স গতকাল খেলেছে। খেলেছেন সাব্বির রহমান, আলাউদ্দিন বাবুরা। কিন্তু বড় হার এড়াতে পারেননি। প্রথমে ব্যাটিংয়ে গাজী ৫০ ওভারে ৭ উইকেটে ৩০২ রান করে। জবাবে পারটেক্স ১৩২ রানে গুটিয়ে যায়। বিকেএসপি-৪ নম্বর মাঠে রূপগঞ্জ টাইগার্স নাসির হোসেনের ৭৭ ও আসাদুল্লাহ আল গালিবের ৫৫ রানে ভর করে ৭ উইকেটে ২৮০ রান করে। নুরুল হাসান সোহানের ৯৫ বলে ৯ চার ও ২ ছক্কায় ৯৭ রানে ভর করে ১৭ বল হাতে রেখেই জয় তুলে নেয় ধানমন্ডি। মাত্র ৩ রান করলেই প্রিমিয়ার লিগের চলতি আসরে প্রথম ক্রিকেটার হিসেবে তিনটি সেঞ্চুরির মালিক হতেন সোহান। মিরপুরে লেজেন্ডস অব রূপগঞ্জ ৫০ ওভারে ৯ উইকেটে ২৭৭ রান করে। বৃষ্টিতে খেলা বাধাগ্রস্ত হলে ব্রাদার্সের টার্গেট দাঁড়ায় ৪৮.৪ ওভারে ২৭১ রান। ব্রাদার্স নির্ধারিত ওভারে ২৬০ রান করে।
শিরোনাম
- এ বছরই আসতে পারে অ্যাপলের নতুন ১০ ডিভাইস
- ‘আগামী ৫০ বছরেও আওয়ামী লীগ ক্ষমতায় ফিরতে পারবে না’
- নববর্ষে লাল-সাদার ঝলক, শুভেচ্ছায় শাকিব-জয়া-তিশারা
- বাংলাদেশ ছাড়াও পয়লা বৈশাখ উদ্যাপিত হয় যেসব দেশে
- পান্তা-ইলিশে কুষ্টিয়ায় শুভসংঘের বর্ণিল নববর্ষ উদ্যাপন
- বৈশাখী রঙে রঙিন শিশু একাডেমি
- সরকার হিসেবে নয়, আমরা দেশ হিসেবে কাজ করছি : বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা
- হানাহানি থামিয়ে সম্প্রীতি বজায় রাখার আহ্বান মমতার
- ‘জংলি’র প্রিমিয়ারে চোখে জল অতিথিদের
- লিগ চ্যাম্পিয়নশিপে দল কিনলেন মদরিচ
- ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারালেন ফিলিস্তিনি শিল্পী দীনা
- সিদ্ধিরগঞ্জে ট্রিপল মার্ডারে ব্যবহৃত বটি পুকুর থেকে উদ্ধার
- মানবতাবিরোধী অপরাধ মামলায় সহস্রাধিক লোকের সাক্ষ্য
- রশিদের শূন্যতা পূরণে রিশাদই উপযুক্ত : ডেভিড ভিসা
- কুড়িগ্রামে নানা আয়োজনে বর্ষবরণ
- যশোর স্টেশনে বগি লাইনচ্যুত: এক ঘণ্টা পর স্বাভাবিক
- লালপুরে জাল পাসপোর্টসহ মাদক ব্যবসায়ী আটক
- বাঙালি সংস্কৃতির বিকাশে জনজাতির অবদান নিয়ে গাইবান্ধায় মতবিনিময়
- পত্নীতলা উপজেলা বিএনপির সভাপতি সিরি, সম্পাদক ফারুক
- শেকৃবিতে রঙিন আয়োজনে নববর্ষ বরণ
নার্ভাস নাইনটিজের শিকার সোহান
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর