ব্যাট যেন কথাই বলছে না তাঁর। বর্ডার-গাভাস্কার ট্রফিতে ব্যর্থতার পর ঘরোয়া ক্রিকেটে খেলে কোহলি ফর্মে ফিরবেন কি না, সেদিকেই নজর ছিল সবার। শুক্রবার ১২ বছরেরও বেশি সময় পর ফিরেছিলেন রঞ্জি ট্রফির দিল্লি-রেলওয়েসের ম্যাচে। ভারতীয় এই সুপারস্টারের খেলা দেখতে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভিড় জমিয়েছিলেন সমর্থকরা। কিন্তু ১৫ হাজার দর্শককে হতাশ করে আবারও ব্যর্থ হলেন কোহলি। ৪ নম্বরে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ১৫ বল খেলে ৬ রানে ফেরেন ।