অস্ট্রেলিয়ার সিডনিতে ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে।
রবিবার (২৩ মার্চ) বাংলা স্কুলের শ্রেণিকক্ষে ছাত্রছাত্রীরা মুক্তিযুদ্ধের ছবি এঁকে, সরাসরি একজন বীর মুক্তিযোদ্ধার মুখে মুক্তি সংগ্রামের বীরত্ব গাঁথা শুনে, কবিতা পড়ে, নাচ ও গান গেয়ে স্বাধীনতার ৫৪তম বর্ষকে স্মরণ করেছে। সকাল দশটায় শুরু হওয়া এই অনুষ্ঠানে স্কুলের ছাত্র, শিক্ষক, অভিভাবক ও কার্যকরী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে ও অস্ট্রেলিয়ার আদিবাসি ও ভূমিসন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সবাইকে স্বাগত জানান বাংলা স্কুল সাধারণ সম্পাদক রাফায়েল রোজারিও।
অনুষ্ঠানে উপস্থিত সকলের সমবেত কণ্ঠে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বের সূচনা ঘটে। মূল অনুষ্ঠানের পূর্বে বাংলা স্কুলের ছাত্রছাত্রীরা শ্রেণিকক্ষে বসেই তুলির আঁচড়ে মহান মুক্তিযুদ্ধকে তুলে ধরে। স্কুলের ছাত্রছাত্রীরা একটি মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা দিয়ে স্বাধীনতা সংগ্রামের বিশ্বাস ও ভাবনাকে প্রতিফলিত করে।
সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করে আয়ানা, জোহা, লিয়ানা, আমিরা, অর্ক, জারা, রূপকথা, মেহরিস, মাইশা, দৃপ্তরাজ, গার্গি, মুনাজ্জাহ, সুহানা, মুহাইমীন, আমীনা, নাসভা, মৃন্ময়ী, অনিরুদ্ধ, অর্নিলা, জারিফ, রাইয়ান, অস্কার, মাহরুস, নুসাইবা, রাইনা, সোহারদিতি, ইমরান ও অলিভিয়া।
এই পর্বটি পরিচালনা ও সমন্বয়কের দায়িত্বে ছিলেন শ্রেণি শিক্ষক শায়লা ইয়াসমিন নুসরাত, অনিতা মন্ডল, বিশাখা পাল, নুশরাত মৌরী, সায়মা হক ও অনিতা বিশ্বাস মীরা।
দ্বিতীয় পর্বে মহান মুক্তিযুদ্ধের বীর সেনা সাদাত হোসেন একটি কথোপকথন পর্বে তার রণাঙ্গনের আবেগঘন স্মৃতিচারণ করেন। এই বীর মুক্তিযোদ্ধা স্কুলের ছাত্রছাত্রীদের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস পাঠনের পাশাপাশি সেই মূল্যবোধ ধারণ করার পরামর্শ দেন। এই পর্বটি সঞ্চালনা করেন স্কুলের কার্যকরী কমিটির সদস্য কাজী আশফাক রহমান।
তৃতীয় ও শেষ পর্বে স্কুলের নিজস্ব শিল্পীরা একটি অসাধারণ পরিবেশনা নিয়ে আসেন। সংগীত পরিবেশন করেন স্কুলের সংগীত শিক্ষক স্বপ্না চক্রবর্তী, স্কুলের অন্যতম প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপান পর্ষদ সদস্য নাজমুল আহসান খান, কার্যকরী কমিটির সদস্য লুৎফা খালেদ ও বাংলা স্কুল সভাপতি ফায়সাল খালিদ শুভ।
স্বরচিত কবিতা পাঠ করেন কাজী আশফাক। কবিতা আবৃত্তি করেন বরেণ্য অভিনয় শিল্পী, নাট্য নির্দেশক মাজনুন মিজান, সমবেত কণ্ঠে "নোঙর তোল তোল" গানে নেতৃত্ব দেন নাজমুল আহসান খান, ফায়সাল খালিদ শুভ, স্বপ্না চক্রবর্তী, বিজয় সাহা, লুৎফা খালেদ, মসিউল আযম খান স্বপন ও মাজনুন মিজান, এবং এই পর্বটি সঞ্চালনা করেন স্কুলের কার্যকরী কমিটির সদস্য কাজী আশফাক রহমান।
অধ্যক্ষ রুমানা খান মোনা ও স্কুলের সভাপতি ফায়সাল খালিদ শুভর তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠান জুড়ে তবলা বাজান স্কুলের সংগীত শিক্ষক বিজয় সাহা ও হারমোনিয়ামে ছিলেন স্বপ্না দিদি। কারিগরি নির্দেশকের দায়িত্বে ছিলেন রাফায়েল রোজারিও। আপ্যায়ন ও ব্যবস্থাপনায় ছিলেন ইয়াকুব, স্বপন ও জিসান।
সবশেষে উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন স্কুলের সভাপতি ফায়সাল খালিদ শুভ। মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ক্যাম্বেলটাউন বাংলা স্কুল প্রতি রবিবার সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত ধর্মবর্ণ নির্বিশেষে সব বাংলা ভাষাভাষীর জন্য উন্মুক্ত থাকে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ