‘স্বাধীনতা সাম্য সম্প্রীতির জন্য কবিতা’— এই স্লোগান ধারণ করে আগামী ১ ও ২ ফেব্রুয়ারি, সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে অনুষ্ঠিত হবে ‘জাতীয় কবিতা উৎসব ২০২৫’।
জাতীয় কবিতা উৎসব ২০২৫ এর উৎসব সমন্বয়ক মানব সুরত এ তথ্য জানিয়েছেন।
জাতীয় কবিতা পরিষদ আয়োজিত এ উৎসব উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি)'র দোতলায় চালু করা হয়েছে উৎসব দপ্তর। কবিদের নাম রেজিস্ট্রশনসহ উৎসবের যাবতীয় প্রস্তুতির কাজ চলবে টিএসসির দোতলায় এই দপ্তরে। দপ্তর খোলা থাকবে শনিবার থেকে বৃহস্পতিবার বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত, শুক্রবার বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত।
এবারের উৎসবে যারা কবিতা পড়বেন তাদের জন্য ‘নিবন্ধন ফি’ ফ্রি করে দেওয়া হয়েছে। নিবন্ধনের সময় দুটি স্বরচিত কবিতার দুটি করে কপি, এক কপি পাসপোর্ট সাইজের ছবি ও এনআইডি/জন্মনিবন্ধনের কপি জমা দিতে হবে। নিবন্ধনকৃত কবিরা একটি করে স্বরচিত নাতিদীর্ঘ কবিতা পাঠ করতে পারবেন। পঠিত কবিতাগুলো থেকে উৎসবোত্তর একটি নির্বাচিত কবিতা সংকলন প্রকাশ করা হবে।
নিবন্ধন অনলাইনেও করা যাবে। অনলাইন নিবন্ধনের লিংক— https://tinyurl.com/kobita2025।
বিডি প্রতিদিন/জুনাইদ