বিএনপির নেতাকর্মীরা এবারের ঈদে বিশেষ উদ্যোগ নিয়ে কারানির্যাতিত কর্মীদের পাশে দাঁড়িয়েছে। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন বলেছেন, দীর্ঘ ১৫ বছর পর এবারের ঈদ যেন মানুষের জন্য বিশেষ হয়। বিএনপির নেতাকর্মীরা জনগণের পাশে থেকে ঈদ উপভোগের পরিবেশ তৈরি করতে চান, যাতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা নস্যাৎ করা যায়।
গতকাল আনোয়ারা উপজেলা এলাকায় এক অনুষ্ঠানে কারা নির্যাতিত এবং আন্দোলন সংগ্রামে মামলাভূক্ত নেতাকর্মীদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়। এসময় ওমান বিএনপির সহ-সভাপতি নেছার উদ্দিন সিআইপি সহ বিএনপির বিভিন্ন শাখার নেতারা উপস্থিত ছিলেন।
আনোয়ারা উপজেলা প্রবাসী জাতীয়তাবাদী পরিবারের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় ৫ শতাধিক মানুষকে ঈদবস্ত্র বিতরণ করা হয়। ওমান বিএনপির সহ-সভাপতি নেছার উদ্দিন সিআইপি এর সভাপতিত্বে এবং আরিফ হোসেনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সরওয়ার হোসেন মাসুদ, জাগির হোসেন, সদস্য দিল মোহাম্মদ মঞ্জু, আকতার হোসেন, আনোয়ারা উপজেলা যুবদল নেতা সৈয়দুল হক, শোয়েব, হোসেন, আলফাজ আরিফ, আনোয়ারা উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব গাজী ফোরকান, মো: নয়ন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো: হাসান, শামসুল আলম, সদস্য এরশাদ, নাছির, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল নেতা ইসমাইল বিন মনির, তারেক, আনোয়ারা উপজেলা ছাত্রদল নেতা মোফাজ্জল, হান্নান, সোহেল, আনোয়ারা কলেজ বোরহান, শফিউল, বটতলী কলেজ ছাত্রদল নেতা মোহাং তারেক, মিনহাজ উদ্দিন রাকিব সহ প্রমুখ।
বিডি প্রতিদিন/আশিক