বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান এম এ মতিন বলেছেন, ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থার সংকট নিরসনে টেকসই পরিকল্পনা গ্রহণ এবং ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণে দ্রুত বাস্তবায়ন করতে হবে।
সোমবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা’ আয়োজিত ‘বিদ্যমান শিক্ষা ব্যবস্থার ত্রুটিপূর্ণ দিকসমূহের আলোচনা এবং টেকসই পরিকল্পনা গ্রহণে করণীয়’ শীর্ষক সেমিনারের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
আয়োজক সংগঠনের সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রবন্ধ উপস্থাপন করেন ছাত্রসেনার সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদুল আলম। বক্তব্য রাখেন ইসলামী ফ্রন্টের মহাসচিব অধ্যক্ষ স উ ম আব্দুস সামাদ, অধ্যক্ষ ড. একেএম মাহবুবুর রহমান, মোহাম্মদ ফারুক হাসান, সারোয়ার মোহাম্মদ সানি, কবি মাহমুদল হাসান নিজামী, গোলাম মাহমুদ ভূইয়া মানিক, ইসলাম উদ্দিন দুলাল, কাজী জসিম উদ্দীন সিদ্দিকী আশরাফী, এড. ইকবাল হাসান, ডাক্তার এস এম সরওয়ার, অধ্যক্ষ আবু নাসের মুসা, কাজী মোহাম্মদ জসিম নূরী প্রমুখ।
এম এ মতিন আরও বলেন, স্বাধীনতার পরে ৯টি শিক্ষা কমিশন গঠিত হলেও কোনটা আলোর মুখ দেখেনি। শিক্ষা নামক এই পবিত্র জায়গায় কমিশনের নাম পরিবর্তন করে স্বীয় আদর্শ প্রতিষ্ঠায় ক্ষত-বিক্ষত করা হয়েছে বারবার। শিক্ষক সমাজ আজ সবচেয়ে বেশি অবহেলিত। তাদের মানুষ গড়ার কারিগর বলা হলেও তারা বারবারেই উপেক্ষিত হয়েছে। বিগত সরকারের আমলে ধর্ম বিদ্বেষীদের প্রেসক্রিপসন অনুয়ায়ী শিক্ষা ব্যবস্থাকে কলুষিত করে ধর্মীয় ও নৈতিকতাশূন্য করার গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছিল। যার ফলশ্রুতিতে দেশ মেধা ও নৈতিকতা শূন্য হয়ে পড়ে।
বিডি প্রতিদিন/আরাফাত