বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট মহানগরের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি আগামী ৬ মাসের জন্য অনুমোদিত হয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
দেলোয়ার হোসাইনকে আহ্বায়ক করে কমিটি গঠন করা হয়। এতে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে- জাকির হোসেন, মাহফুজুর রহমান সাকের, লুৎফর রহমান, ফাহিমা আক্তার, সায়মন সাদিক জুনেদ, মুহাম্মাদ বিজয় খান, মোহাম্মদ জিয়াদ উল ইসলাম, সালমা বেগম, রুহুল আমিন, ফুয়াদ হাসান, তৈয়বুর রহমান তুহিন, আলি নেওয়াজ, মো. হালিম, আব্দুস ছামাদ সাদ্দাম, আতাহার আলী রাহাত, মো. জুবায়ের আহমদ, রেদোয়ান হোসেন শাওন, মো. জবরুল ইসলাম (রায়হান) ও শাহাবুদ্দিন খানকে।
সদস্য সচিব নির্বাচিত হয়েছেন তামিম আহমেদ। যুগ্ম সদস্য সচিবরা হলেন- আখলাকুজ্জামান লাহিন, তোফায়েল আহমেদ, আবু সুফিয়ান সোহাগ, সুলতান হোসেন মিজান, মাহমুদ জাকায়েত, শহীদ হোসেন, আব্দুস সালাম সাগর, মো. তোফায়েল ভুঁঞা, আমিরুল ইসলাম, শিউলি শিলা, মো. নুরুল হাসান, নুসরাত জাহান লাবণ্য, মো. সোলায়মান সাঈদ, দেলোয়ার হোসাইন, ইশতিয়াক মাহমুদ, সাদেক মিয়া, সজীব আহমদ, জুনায়েদ আহনাফ, সাঈদ আহমদ, ইব্রাহিম আহমদ, শাকিল আহমেদ শিশির, মার্জিয়া আক্তার মৌমি ও যোবায়ের আহমদ মুক্তার।
কমিটির মুখ্য সংগঠক হলেন হাসান আহমদ চৌধুরী মাজেদ। সংগঠক হলেন- মুহাম্মদ মুস্তাফিজুর রহমান, আবুল হাসনাত রাকায়েত, মো. ইমরান হোসেন, ইউসুফ আল আজাদ, কাওসার গাজী, এইচ এম. হাবিব, নাজমুল হোসেন, সাদিয়া সাঈদ জলি, মো. শহীদ হোসেন জামিল, আলবীর আহমদ, তামিম আহমদ, ইমাম হোসাইন খান, নেহা ইসলাম, মামুন হোসেন, তৌফিক অমর তানভীর, মো. জোবায়ের আহমেদ রোমান, তাকি হাসান, সাইফ আহমেদ, আশরাফ আহমেদ, মো. শাহানুর ইসলাম, জাহিদ হাসান সামির, কামরান আহমেদ, ফাহিমা আক্তার রিয়া, জিয়া, আশরাফুল ইসলাম মাহমুদ, আলি আহমদ চৌধুরী, সুমন আহমেদ, শারমিন বেগম, ইব্রাহিম আহমেদ ছামিল ও জুবেদ আহমদ।
মো. রিয়াদ হোসেনকে মুখপাত্র করা হয়। সদস্যরা হলেন- মো. মাসুদ রানা, সাইদ সরকার, রেদোয়ান আহমেদ, কাহার মিয়া, কামরান আহমদ, আসিফ বিল্লাহ, মো. জুবায়ের আহমেদ রুমান, শরিফুল ইসলাম, মাইশা, মাহবুবুর রহমান তাসলীম, কিবরিয়া আহমেদ, মীর আইনুল হক, মো. মুহি রায়হান নাজমুল, আসিফ বিল্লাহ ও সোলেমান আহমেদ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন