শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের আড়াই মাস পর বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
বুধবার রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। একই সঙ্গে শিগগিরই জেলা বিএনপির কমিটি গঠনের কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩ নভেম্বর গঠিত শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হলো। এখন থেকে ওই কমিটির কোনো কার্যকারিতা থাকবে না। অতি শিগগির শেরপুর জেলা বিএনপির কমিটি ঘোষণা করা হবে।
বিলুপ্ত আহ্বায়ক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, দলের বৃহত্তর স্বার্থকে কেন্দ্র থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার প্রতি আমাদের আস্থা রয়েছে। দলের পক্ষ থেকে কমিটি গঠন করে তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষ হলে কমিটি ঘোষণা দেওয়া হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন