ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকের মেয়ে বুশরা সিদ্দিকের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত। গতকাল ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ জানান, দুদকের পক্ষে মামলার তদন্ত কর্মকর্তা সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান আয়কর নথি জব্দ চেয়ে আদালতে আবেদন করেন। তার আবেদনে বলা হয়, বুশরা সিদ্দিকের বিরুদ্ধে দুদকের একটি মামলা তদন্তাধীন। তদন্তকালে প্রাপ্ত রেকর্ডপত্র ও তথ্যাদি পর্যালোচনায় দেখা যায় যে, তিনি একজন আয়করদাতা। আয়কর আইন অনুযায়ী আয়কর রিটার্ন ও সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করতে আদালতের আদেশ প্রয়োজন। এজন্য এ আসামির আয়কর রিটার্নসহ সংশ্লিষ্ট রেকর্ডপত্রের মূলকপি জব্দ ও মামলার তদন্তকালে পর্যালোচনার জন্য সত্যায়িত ছায়ালিপি সরবরাহের আদেশ প্রয়োজন। ২০০৯ সাল থেকে শেখ হাসিনা সরকারের সামরিক উপদেষ্টার দায়িত্ব পালন করা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনসহ বেশ কয়েকটি অভিযোগের অনুসন্ধান শুরু করে দুদক।
গত ১৭ জুলাই অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তারিক আহমেদ সিদ্দিক, তার স্ত্রী ও দুই মেয়ের বিরুদ্ধে আলাদা চারটি মামলা করে সংস্থাটি।
এ ছাড়া তিন বিমানবন্দরের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ৮১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে তারিক আহমেদসহ ১৯ জনের বিরুদ্ধে আলাদা চারটি মামলাও করেছে দুদক। এর আগে গত ২৮ জানুয়ারি তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত। ২৯ এপ্রিল তার স্ত্রী শাহিন সিদ্দিক এবং দুই মেয়ে বুশরা সিদ্দিক ও নুরিন তাসমিয়া সিদ্দিকসহ আটজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়।