অস্ট্রেলিয়ার ভিসার জন্য বাংলাদেশিদের আর নয়াদিল্লি যেতে হবে না। ঢাকায় অবস্থিত অস্ট্রেলিয়ান হাইকমিশন থেকেই বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রসেস করবে দেশটি। গতকাল অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে এক ফোনালাপে এ সিদ্ধান্তের কথা জানান। অস্ট্রেলিয়ার সিদ্ধান্তের বিষয়টি গতকাল উপদেষ্টা পরিষদের বৈঠকে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। একই সঙ্গে এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলে জানান তিনি। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত নিয়মিত ব্রিফিংয়ে বিষয়টি সংবাদমাধ্যমকে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। এ সময় ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।
অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক গত বছর অক্টোবর মাসে বাংলাদেশ সফর করেন। এ সময় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস টনি বার্কের কাছে ঢাকা থেকে সেদেশের ভিসা প্রসেস করার অনুরোধ করেন। ড. ইউনূসের অনুরোধে সাড়া দিয়ে গতকাল নতুন সিদ্ধান্তের কথা জানায় অস্ট্রেলিয়া। এর আগে অস্ট্রেলিয়া বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রসেস করত নয়াদিল্লি থেকে। এতে সময় বেশি লাগত এবং ভিসার রেশিও অনেক কম থাকত। ৫ আগস্টের পর বাংলাদেশিদের ভিসা দেওয়ার ক্ষেত্রে ভারত কড়াকড়ি আরোপ করায় জটিলতা আরও বেড়ে যায়।