দীর্ঘদিন ধরে খুঁড়ে রাখা হয়েছে রাজধানীর কমলাপুর-টিটিপাড়ার রাস্তা। যাতায়াতে ভীষণ ভোগান্তি পোহাতে হচ্ছে পথচারীদের। ধুলোবালিতে শ্বাস নেওয়া দুষ্কর। কিন্তু বর্ষায় জলজটের শঙ্কায় এলাকাবাসীর কপালে দুশ্চিন্তার ভাঁজ। টিটিপাড়ার বাসিন্দা মহিউদ্দিন হায়দার বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘শুষ্ক মৌসুমে এ পথে যাতায়াতে আমাদের ভীষণ ভোগান্তি পোহাতে হচ্ছে। কাজের সে রকম গতি দেখছি না। এ রাস্তায় এখনই চলার মতো অবস্থা নেই, বর্ষায় পানি জমলে বিভীষিকায় পরিণত হবে পুরো এলাকা।’
বর্ষা এলেই রাজধানীর নিত্যচিত্র হয়ে দাঁড়ায় জলজট। এর মধ্যে রাস্তা খুঁড়ে রেখে সেবা সংস্থাগুলো আরও নতুন বিপদ ডেকে আনে। বর্ষার সময় এসব সড়কে হাঁটু থেকে কোমর পানি জমে। ধানমন্ডি ২৭, মিরপুর, শান্তিনগর, আদাবর, বিমানবন্দর সড়কে প্রতি বছর জলজটে ভোগান্তি পোহাতে হয় মানুষকে। এ রকম কিছু নির্দিষ্ট এলাকায় জলজটের সমস্যা তৈরি হলেও স্থায়ী সমাধানে নেই উদ্যোগ। সরেজমিনে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, কোথাও সড়কের এক পাশ, কোথাও সড়কের মাঝখান দিয়ে খোঁড়াখুঁড়ি করে দীর্ঘদিন ফেলে রাখা হয়েছে। মাসের পর মাস পার হলেও এসব সড়ক সংস্কার করা হচ্ছে না। প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলিতে একই অবস্থা দেখা গেছে। কিছু কিছু সড়ক কোনোরকম বালু দিয়ে ভরাট করে ফেলে রাখা হয়েছে। বৃষ্টি হলে এসব সড়কে হাঁটাই দায় হয়ে দাঁড়াবে এলাকাবাসীর।
রাজধানীর ভাটারার নতুন বাজার থেকে ছোলমাইদ ছাপড়া মসজিদ পর্যন্ত সড়ক খুঁড়ে রাখা হয়েছে দীর্ঘদিন। ছোলমাইদের দোকানি আব্বাস আলী বলেন, ‘আধা ঘণ্টা বৃষ্টি হলেই এসব সড়কে হাঁটুপানি জমে যেত। এখন তো খুঁড়ে বড় গর্ত করে রাখা হয়েছে। বর্ষার আগে এগুলো ঠিক না করলে বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা রয়েছে।’
আগে থেকে প্রস্তুতি না নেওয়ায় প্রতি বছর জলজটে ভোগান্তি পোহাতে হয় রাজধানীবাসীকে। শুষ্ক মৌসুমে রাস্তা ঠিক করা, খাল খননে ধীরগতি থাকায় বর্ষায় জলজট নিয়ে মুশকিল পোহাতে হয়। জলজট নিরসনে খাল খননে জোর দিয়েছে দুই সিটি। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ছয়টি খালের সংস্কারকাজের উদ্বোধন করা হয়েছে ২ ফেব্রুয়ারি। দুই সিটি করপোরেশন সূত্র জানিয়েছেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির মোট ১৯টি খালের সংস্কার কর্মসূচি নেওয়া হয়েছে। এ কর্মসূচিকে বলা হচ্ছে ‘ব্লু-নেটওয়ার্ক’। প্রথম ধাপে ছয়টি খাল সংস্কার করা হবে। এর মধ্যে রয়েছে ঢাকা উত্তরের আওতাধীন বাউনিয়া, কড়াইল, রূপনগর ও বেগুনবাড়ী খাল এবং ঢাকা দক্ষিণের আওতাধীন মান্ডা ও কালুনগর খাল। কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে অন্য খালের সংস্কার করা হবে।
এ ব্যাপারে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)-এর প্রশাসক মোহাম্মদ এজাজ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘পয়লা বৈশাখের আগে ডিএনসিসি এলাকায় যতগুলো রাস্তা কাটা ও কাজ চলছে সেগুলো সম্পন্ন করা হবে।