প্রেসিডেন্ট ট্রাম্পের প্রত্যাশা অনুযায়ী অবৈধ অভিবাসী গ্রেপ্তারে সক্ষম না হওয়ায় ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইস) শীর্ষ কর্মকর্তা ক্যালিব ভিটোলেকে সরিয়ে দেওয়া হয়েছে। ক্ষমতা গ্রহণের পর প্রেসিডেন্ট ট্রাম্প তাকে এ দায়িত্ব দিয়েছিলেন ব্যাপক অভিযান চালিয়ে দৈনিক অন্তত ১২০০ অবৈধকে গ্রেপ্তার করতে। কিন্তু তা করতে সক্ষম হননি তিনি। একটি সূত্রে জানা গেছে, দৈনিক ৬০০ জনেরও কম গ্রেপ্তার হয়েছে। এজন্য প্রেসিডেন্ট ট্রাম্প ছিলেন বিরক্ত। ব্যর্থতার বিষয়ে গ্রেপ্তার অভিযান পরিচালনাকারী কয়েকজন কর্মকর্তা উল্লেখ করেছেন, অভিযান বাস্তবায়িত করার পূর্বশর্তগুলো পূরণ করা হয়নি।
শীর্ষ জেনারেলকে বরখাস্ত
ডোনাল্ড ট্রাম্প জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ও বিমান বাহিনীর জেনারেল চার্লস কিউ ব্রাউনকে বরখাস্ত করেছেন। শুধু তাই নয়, আরও পাঁচজন অ্যাডমিরাল ও জেনারেলকে বরখাস্ত করা হয়েছে। বলা হচ্ছে, মার্কিন সামরিক নেতৃত্বে এটি বড় ঝাঁকুনি। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেছেন, তিনি ব্রাউনের জায়গা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ড্যান ‘রাজিন’ কেইনকে মনোনয়ন দেবেন। তিনি সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সিতে সামরিক বিষয়ক সহযোগী পরিচালক ছিলেন।
যুক্তরাষ্ট্রে প্রতিরক্ষাবিষয়ক কর্মকান্ডের কেন্দ্রস্থল পেন্টাগন জানিয়েছে, নৌবাহিনীপ্রধান, বিমানবাহিনীর উপপ্রধান এবং সেনা, নৌ ও বিমানবাহিনীর অ্যাডভোকেট জেনারেল পদেও রদবদল করতে যাচ্ছেন প্রেসিডেন্ট। অন্যদিকে শুক্রবার পেন্টাগন জানিয়েছে, ৫ হাজার ৪০০ কর্মী ছাঁটাই করা হবে। এই কর্মী ছাঁটাইয়ের পদক্ষেপটি আগামী সপ্তাহে কার্যকর হতে পারে। -বিবিসি