২০১৭ সালে ভারতের গোয়ায় এক বিদেশি নারীকে ধর্ষণ করে খুনের ঘটনায় আসামিকে আট বছর পর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন স্থানীয় আদালত। গতকাল বিকট ভগত নামে ৩১ বছরের ওই যুবককে যাবজ্জীবনের সাজা শোনানো হয়েছে। আইরিশ- ব্রিটিশ পর্যটককে ধর্ষণ-খুনের ঘটনায় সম্প্রতি দোষী সাব্যস্ত হয়েছিলেন বিকট।
আট বছর ধরে দীর্ঘ বিচারপ্রক্রিয়া চলার পর সম্প্রতি বিকটকে দোষী সাব্যস্ত করেছে গোয়ার মারগাঁও জেলা দায়রা আদালত। বিকটের বিরুদ্ধে ধর্ষণ, খুন ছাড়াও চুরি এবং প্রমাণ নষ্ট করার অভিযোগ আনা হয়, যার সব কয়টিই আদালতে প্রমাণিত হয়েছে। ২০১৭ সালে ভারতে ঘুরতে এসেছিলেন বছর ২৮-এর ওই বিদেশি নারী। ভারতে এসে গোয়ার একটি হোটেলে উঠেছিলেন তিনি। -রয়টার্স