পাকিস্তানে সরকারের বিরুদ্ধে আন্দোলনে বিরোধী দলগুলো আটঘাট বেঁধে মাঠে নামছে। ঈদের পর তারা মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে। এজন্য সব দলের সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দিয়েছেন পাকিস্তান তেহরিকে ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান। তার নির্দেশনা নিয়ে মাঠে নেমেছেন দলীয় নেতারা। তিনি সরকারের বিরুদ্ধে আন্দোলনের জন্য অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্রুত আলোচনা করার নির্দেশ দিয়েছেন। শনিবার এ তথ্য দিয়েছেন তার আইনজীবী ফয়সাল চৌধুরী। নয়া পাকিস্তান নামের শোতে কথা বলার সময় তিনি জানান, ঈদের পর বর্তমান সরকারের বিরুদ্ধে আন্দোলনের প্রস্তাব দিয়েছেন ইমরান খান। এ উদ্দেশ্যে অন্য দলগুলোর সঙ্গে যোগাযোগের নির্দেশ দেওয়া হয়েছে।
চৌধুরী আরও বলেন, ইমরান খান, আসাদ কায়সারকে জমিয়তে উলেমায়ে ইসলাম-ফজল (জেইউআই-এফ), মাহমুদ খান, আচহাকজাইর পখতুনখাওয়া মিল্লি আওয়ামী পার্টি (পিকেএমএপি), শহীদ খাকান আব্বাসির আওয়াম পাকিস্তান, গ্রান্ড ডেমোক্রেটিক অ্যালায়েন্স (জিডিএ), জামায়াতে ইসলামী (জেআই), মাহরাঙ্গ ব্যালোচসহ সবার সঙ্গে যোগাযোগের আদেশ দেন। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। এদিকে পিটিআইয়ের কৌশল উন্মোচন করে চৌধুরী বলেন, বিরোধীদলীয় মহাজোট গঠনে কাজ করেছে দলটি। যেখানে সংবিধান ও গণতন্ত্র পুনরুদ্ধারসহ আরও কয়েকটি বিষয়ে গুরুত্বারোপ করা হয়। তিনি আরও বলেন, জোটের উদ্দেশ্যের মধ্যে মানবাধিকার লঙ্ঘনের ইতি ঘটানোর বিষয়টিও অন্তর্ভুক্ত আছে। তবে তিনি বলেন, বিচার বিভাগ ও গণমাধ্যমের স্বাধীনতা ছাড়া ওইসব উদ্দেশ্য বাস্তবায়ন সম্ভব নয়।