রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন গত মাসে শপথ নেওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় দুজনে ইউক্রেন যুদ্ধ বন্ধ করার বিষয়ে কথা বলেছেন। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টকে গত শুক্রবার এ দাবি করেছেন ট্রাম্প।
ক্ষমতায় আসার আগে থেকেই ট্রাম্প বলে আসছেন তিনি যুদ্ধ বন্ধ করে দেবেন। এমনকি নির্বাচনে জেতার পর ট্রাম্প বলেন, বিশ্বে কোনো যুদ্ধ আর থাকবে না। তবে ঠিক কীভাবে তিনি যুদ্ধ বন্ধ করবেন, সে ব্যাপারে কিছু বলেননি।
গতকাল নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনের বরাতে রয়টার্স জানিয়েছে, ২০২২ সালের পর এই প্রথমবারের মতো কোনো মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে পুতিনের সরাসরি যোগাযোগের খবর জানা গেল। ট্রাম্পের দাবি, ইউক্রেন যুদ্ধ বন্ধের ব্যাপারে তাঁর টিম এরই মধ্যে ‘খুব ভালো আলোচনা’ চালিয়ে যাচ্ছে। তবে তিনি ও পুতিন কতবার কথা বলেছেন সে বিষয়ে বিস্তারিত জানাতে রাজি হননি। নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, পুতিন চান মানুষের প্রাণহানি বন্ধ হোক। তবে রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের কথোপকথনের বিষয়ে জানতে চাইলে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, বিভিন্ন চ্যানেলে নানা ধরনের যোগাযোগ হচ্ছে, তবে আমি এ বিষয়ে নিশ্চিত কিছু বলতে পারছি না।
ট্রাম্প-পুতিন বৈঠক? : ট্রাম্প জানিয়েছেন, তিনি পুতিনের সঙ্গে সরাসরি বৈঠকে বসতে চান। তবে বৈঠকের সম্ভাব্য তারিখ বা স্থান সম্পর্কে কিছু জানাননি। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া মনে করে, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সম্ভাব্য বৈঠকের স্থান হতে পারে। এর আগে গত ১৪ জুন পুতিন যুদ্ধ বন্ধের জন্য শর্ত দেন। তিনি বলেন, ইউক্রেনকে অবশ্যই ন্যাটোতে যোগদানের আকাক্সক্ষা ছাড়তে হবে এবং রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা চারটি ইউক্রেনীয় অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করতে হবে।
রাশিয়ার পার্লামেন্টের এক জ্যেষ্ঠ সদস্য জানিয়েছেন, সম্ভাব্য বৈঠকের প্রস্তুতি ‘উচ্চপর্যায়ে’ রয়েছে এবং এটি ফেব্রুয়ারি বা মার্চের মধ্যে হতে পারে।
এদিকে ট্রাম্প বলেছেন, তিনি আগামী সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন এবং যুদ্ধ বন্ধের বিষয়ে আলোচনা করবেন।