বিখ্যাত গায়িকা হলিউড অভিনেত্রী জেনিফার লোপেজের জন্মদিন উপলক্ষে তার স্বামী (সাবেক) হলিউড সুপারস্টার বেন অ্যাফ্লেক গত জুলাইয়ে প্রায় ২১ মিলিয়ন ডলার (২৫৬ কোটি টাকা) দিয়ে প্রাসাদোপম ‘ব্যাচেলর প্যাড’ কিনেছিলেন। যে জায়গায় বাড়িটি কিনেছিলেন সেটি প্যাসিফিক প্যারাডাইস খ্যাত লসঅ্যাঞ্জেলেসের প্যাসিফিক প্যালিসাইডস এবং ব্রেন্টউডের মাঝখানে। এই বাড়ির আবার খুব কাছেই আরেক বিখ্যাত দম্পতি হলিউড তারকা টম হ্যাঙ্কস ও রিটা উইলসনের ২৬ মিলিয়ন ডলারের (৩১৭ কোটি টাকা) বাড়ি। পাশেই রয়েছে এনবিএ স্টার কাউহি লিওনার্দো, প্রাক্তন পপ স্টার ও অভিনেত্রী ম্যান্ডি মুর, অস্কার-নমিনেটেড অভিনেতা জেমস উডস, কমেডিয়ান স্টিভ গুটেনবার্গের মতো সেলিব্রেটিদের নয়নাভিরাম অট্টালিকা। শুধু এই সেলিব্রেটিদের এক ঝলক দেখার জন্যই লসঅ্যাঞ্জেলেসের ‘প্যাসিফিক প্যারাডাইস’-এর রাস্তায় বহু মানুষ সারা বছর এমনই ঘোরাঘুরি করেন।
শুধু তাই নয়, এই এলাকায় দেখতে পাওয়া যায় বিশ্বের বিখ্যাত ব্র্যান্ডের টপ ব্র্যান্ডের গাড়ির ছুটে চলা। জায়গাটা যে আমেরিকার সুপার-রিচ জায়গাগুলোর একটা, তা বুঝতে সময় লাগে না। এখন অবশ্য সর্বত্র ‘পালাও পালাও’ রব! এখন রাস্তায় পড়ে আছে এ ধরনের শত শত পোড়া গাড়ি।
এবারের দাবানল যেসব এলাকায় সবচেয়ে বেশি ক্ষতি করেছে তার মধ্যে রয়েছে প্যাসিফিক প্যালিসাইডস এবং হলিউল হিলস। যেখানে পৃথিবীর একাধিক বড় প্রোডাকশন হাউসের স্টুডিও রয়েছে। বুধবার সন্ধ্যায় হলিউড হিলসকে ছুয়েছে আগুন। লসঅ্যাঞ্জেলেসে হলিউড হিলস বুধবার সন্ধ্যায় নতুন করে আগুনের গ্রাসে চলে যায়।
জানা গেছে, ভয়াবহ দাবানলের কবলে লসঅ্যাঞ্জেলেসের প্যাসিফিক প্যালিসাইডস-এর প্রায় ৩০০০ একর এলাকা! সিএনএন জানিয়েছে ক্রমশ বাড়ছে দাবানলের পরিধি। আর তাতেই হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে। কমপক্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় লসঅ্যাঞ্জেলেস এবং ক্যালিফোর্নিয়ার গ্রেটার লসঅ্যাঞ্জেলেস এলাকা থেকে ৭০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। এবং এখনো পর্যন্ত ১ লাখেরও বেশি বাসিন্দাকে নিরাপদ জায়গায় সরে যেতে পরামর্শ দেওয়া হয়েছে। এই এলাকায় চার থেকে পাঁচটি বড় আগুন জ্বলছে। প্রবল বাতাসের কারণে আগুন নেভানো দুর্বিষহ হয়ে পড়েছে। পানি শুকিয়ে গেছে। লসঅ্যাঞ্জেলেস তার ইতিহাসের সবচেয়ে বড় দাবানলের মুখোমুখি। পুরো অঞ্চলে জরুরি অবস্থা জারি করা হয়েছে। রাজধানী ওয়াশিংটন থেকে সাহায্য পাঠানো হয়েছে। অগ্নি নির্বাপণে অভিজ্ঞ অবসরপ্রাপ্ত অগ্নি নির্বাপকদের সাহায্যের জন্য ডাকা হয়েছে। আগুনের লেলিহান শিখা আকাশ ছুঁয়েছে। আকাশে ধোঁয়ার চাদর।
এএফপি জানায়, মঙ্গলবার থেকে শুরু হয়েছে দাবানলের দাপট। একাধিক জায়গায় আগুন লেগেছে। পরে তা কয়েক হাজার একর এলাকায় ছড়িয়ে পরে।
দাবানলের কারণে হলিউডের বেশ কিছু অনুষ্ঠান বাতিল করা হয়েছে। এর মধ্যে রয়েছে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং পামেলা অ্যান্ডারসনের চলচ্চিত্রের প্রিমিয়ার। প্যাসিফিক প্যালিসাইডস এলাকায় শত শত বাড়িঘর ধ্বংস হয়েছে। এটি বিখ্যাত ব্যক্তিদের প্রিয় বাসস্থান। এখানে সুন্দর পাহাড়ের ওপর কোটি কোটি ডলারের বাড়িঘর রয়েছে। বিবিসি, এএফপি, সিএনএন