সদ্য প্রয়াত মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের স্মৃতির প্রতি শ্রদ্ধা প্রদর্শনে ভারতে একটি গ্রামের নামকরণ করা হলো ‘কার্টারপুরি’ অর্থাৎ কার্টারের গ্রাম। ৫০ বছর আগে প্রেসিডেন্ট হিসেবে জিমি কার্টার নয়াদিল্লি থেকে ৩২ কিলোমিটার দূরে দৌলতপুর নাসিরাবাদ নামে পরিচিত গ্রাম পরিভ্রমণ করেছিলেন। সে অনুযায়ী এ গ্রামের নামকরণ করা হলো ‘কার্টারপুরি’।
উল্লেখ্য, একেবারেই পিছিয়েপড়া জনগোষ্ঠীর এই গ্রামেই স্বেচ্ছাসেবী নার্স হিসেবে ষাটের দশকে কাজ করেন কার্টারের মা লিলিয়ান। ১৯৭৮ সালের ৩ জানুয়ারি ওই গ্রাম পরিদর্শনের সময় গ্রামের নারীরা জিমি কার্টারের স্ত্রী রোজালিনকে ঐতিহ্যবাহী পোশাক পরিয়েছিলেন, কার্টার হুকাতেও টান দিয়েছিলেন।
গ্রামবাসী কার্টারের মৃত্যুসংবাদ জানার পর ফ্রেমে বন্দি কার্টার ও রোজালিনের ছবিতে মালা দিয়ে ও ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। নয়াদিল্লিতে মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ এ লিখেছেন, এটি ভারতীয়রা যে তাকে (কার্টার) প্রচ সম্মান জানান তার প্রমাণ। ওই পোস্টে গারসেটি তদানীন্তন দৌলতপুর নাসিরাবাদ সফরের সময়কার ছবিটি জুড়ে দিয়েছেন।