মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৭। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ দপ্তর (ইউএসজিএস) জানিয়েছে, শুক্রবার সকালে মিয়ানমারে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের উপকেন্দ্র ছিল দেশটির অন্যতম প্রধান শহর মান্দালের থেকে কয়েক কিলোমিটার দূরে।
ইরাবতী নদীর পাড়ে ঘনবসতিপূর্ণ মান্দাল শহরে ভূমিকম্পের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রচুর প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। ভূমিকম্পের তীব্রতা এতটাই ছিল যে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকেও তা অনুভূত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। একটি ভিডিওতে দেখা যায়, ভূমিকম্পে থাইল্যান্ডের সাগাইং শহরে একটি নির্মাণাধীন ভবন মুহূর্তেই ধসে পড়েছে। এছাড়া মিয়ানমারে প্রতিবেশী কয়েক দেশেও ভূমিকম্প হয়েছে। এতে রাজধানী ঢাকা ও চট্টগ্রামও কেঁপে ওঠে ভূমিকম্পে।
বিডি-প্রতিদিন/শআ