মার্কিন লেজার গাইডেড প্রিসিশন রকেট পাচ্ছে সৌদি আরব। এবারই প্রথম দেশটির কাছে এ ধরনের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
মার্কিন পররাষ্ট্র দপ্তর সৌদি আরবের কাছে অ্যাডভান্সড প্রিসিশন কিল উইপন সিস্টেম (এপিকেডব্লিউএস) বিক্রির অনুমোদন দিয়েছে।
এ অস্ত্রের আনুমানিক মূল্য ১০০ মিলিয়ন ডলার।
অ্যাডভান্সড প্রিসিশন কিল উইপন সিস্টেম (এপিকেডব্লিউএস) হলো লেজার-নির্দেশিত রকেট। আকাশ ও ভূমিতে থাকা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই রকেট।
মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা (ডিএসসিএ) জানিয়েছে, সৌদি আরবের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে এবং ভবিষ্যৎ হুমকির মোকাবিলায় সহায়তা করতেই এই অস্ত্র রিয়াদকে দেয়া হচ্ছে।
এই ধরনের প্রতিটি রকেটের মূল্য প্রায় ২২ হাজার ডলার। এ রকেট দিয়ে সশস্ত্র ড্রোন ধ্বংস করা যাবে। ধারণা করা হচ্ছে, ইয়েমেনি হুথি বিদ্রোহীদের ড্রোন হামলা ঠেকাতেই সৌদি এই রকেট কেনার দিকে ভিড়েছে।
সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/নাজমুল