১৩ বছর পর প্রথমবারের মতো পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে নিজ এলাকা শাংলায় ফিরেছেন নোবেল বিজয়ী মানবাধিকারকর্মী মালালা ইউসুফজাই। ২০১২ সালে ওই প্রদেশেরই সোয়াত জেলায় তালেবান গোষ্ঠীর প্রাণঘাতী হামলায় গুলিবিদ্ধ হওয়ার পর সৌভাগ্যক্রমে তিনি বেঁচে গিয়েছিলেন।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্ট জানিয়েছে, গত বুধবার মালালা একটি গোপন সফরে উচ্চ নিরাপত্তার মধ্যে নিজ এলাকায় যান। সেখানে তিনি আত্মীয়দের সঙ্গে সময় কাটান এবং একটি কলেজ পরিদর্শন করেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি ছবি শেয়ার করে মালালা জানান, দীর্ঘ এক যুগ পর নিজ শহরে ফিরে তিনি আবেগাপ্লুত। তিনি লেখেন, ‘ছোটবেলায় প্রতিটি ছুটি আমি শাংলায় কাটাতাম, নদীর ধারে খেলতাম এবং পরিবারের সঙ্গে সময় কাটাতাম।’
২৭ বছর বয়সী মালালা আরও লেখেন, ‘১৩ বছর পর ফিরে এসে আত্মীয়দের সঙ্গে হাস্যরসে মেতে উঠতে পারাটা সত্যিই আনন্দের। এই স্থান আমার হৃদয়ের খুব কাছের, আমি বারবার এখানে ফিরে আসতে চাই।’
২০১২ সালের অক্টোবরে পাকিস্তানি তালেবানের এক বন্দুকধারী স্কুলবাসে ঢুকে মালালাকে গুলি করেছিল। তখন তাঁর বয়স ছিল মাত্র ১৪ বছর। ফেসবুকে মেয়েদের শিক্ষার পক্ষে একটি পোস্ট দেওয়ার কারণেই তিনি এমন হামলার শিকার হন। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে নিয়ে যাওয়া হয়।
দুই বছর পর, ২০১৪ সালে, মাত্র ১৬ বছর বয়সে তিনি ভারতীয় শিশু অধিকারকর্মী কৈলাশ সত্যার্থীসহ যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার পান।
গত ১৩ বছরে মালালা পাকিস্তানে বেশ কয়েকবার সফর করলেও এবারই প্রথমবার তিনি নিজ গ্রামে ফিরলেন।
সূত্র: দ্য ইনডিপেনডেন্ট
বিডি প্রতিদিন/আশিক