মার্কিন নৌবাহিনী জানিয়েছে, তাদের ইউএসএস হ্যারি এস. ট্রুম্যান বিমানবাহী রণতরীটি লোহিত সাগর ছেড়ে এই সপ্তাহে সৌদা উপসাগরে নোঙর করেছে।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম)-এর অপারেশন এলাকায় দুই মাস ধরে যুদ্ধ অভিযানের পর এটি লোহিত সাগর ত্যাগ করেছে। মূলত ইয়েমেন হুথি বিদ্রোহীদের আক্রমণ প্রতিহত করার জন্যই এই যুদ্ধজাহাজটিকে লোহিত সাগরে মোতায়েন করা হয়েছিলো।
ট্রুম্যানের কমান্ডিং অফিসার ডেভ স্নোডেন বলেছেন, "আমি এই দলের নিষ্ঠা এবং সেবা এবং তাদের অক্লান্ত পরিশ্রমের জন্য অবিশ্বাস্যভাবে গর্বিত।" তিনি বলেছেন, "তাদের প্রচেষ্টা আমাদের জাহাজকে সর্বোচ্চ কর্মক্ষমতা এবং যুদ্ধ অভিযানে সহায়তা করার জন্য বিমান প্রস্তুত রেখেছে।"
ইরান-সমর্থিত হুথিদের প্রতিহত করার জন্য মার্কিন অভিযানকে সমর্থন করার জন্য ট্রুম্যান ১৪ ডিসেম্বর সেন্টকম এওআরে প্রবেশ করে। যারা ২০২৩ সালে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল ও তাদের মিত্রদের সামরিক ও বাণিজ্যিক জাহাজে আক্রমণ শুরু করে।
গত সপ্তাহে, মার্কিন সামরিক বাহিনী এবং সোমালিয়ার সরকার আইএসআইএস-সোমালিয়ায় বিমান হামলা চালিয়েছে।
সূত্র: আল আরাবিয়া
বিডি প্রতিদিন/নাজমুল