ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা হলে তা পুরো অঞ্চলকে সর্বাত্মক যুদ্ধে ঠেলে দেবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি শুক্রবার (৩১ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন।
তিনি জানান, ইসরায়েল বা যুক্তরাষ্ট্র যদি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর সামরিক হামলা চালায়, তবে তার প্রতিক্রিয়া হবে কঠোর ও তাৎক্ষণিক, যা মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের জন্ম দেবে।
ইরান আশঙ্কা করছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার অনুমতি দিতে পারেন এবং তেহরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করতে পারেন।
কাতার সফরকালে আব্বাস আরাঘচি দোহার প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুররহমান বিন জাসিম আল থানির সঙ্গে বৈঠক করেন। এছাড়া তিনি হামাস নেতাদের সঙ্গেও সাক্ষাৎ করেছেন এবং গাজার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ ও ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্ক প্রসঙ্গে আরাঘচি বলেন, "দুই দেশের সম্পর্ক অবিশ্বাস ও শত্রুতায় পরিপূর্ণ। ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র পারমাণবিক চুক্তি থেকে বের হয়ে গিয়েছিল এবং ইরানের কুদস ফোর্সের প্রধান কাসেম সোলাইমানিকে হত্যা করেছিল।"
সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/আশিক