মিয়ানমারের ক্ষমতাসীন জান্তা সরকার দেশে জরুরি অবস্থার মেয়াদ আরও ছয় মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে। সেনা অভ্যুত্থানের চার বছর পূর্তির একদিন আগে এই ঘোষণা আসে।
উল্লেখ্য, ২০২১ সালের ১ ফেব্রুয়ারি জান্তা বাহিনী গণতান্ত্রিকভাবে নির্বাচিত অং সান সুচির সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করেছিল। এরপর থেকে তারা বারবার জরুরি অবস্থার মেয়াদ বাড়িয়ে ক্ষমতার দখল ধরে রেখেছে।
নোবেল বিজয়ী অং সান সুচির সরকার উৎখাতের পর থেকেই মিয়ানমারে গৃহযুদ্ধের অশান্ত পরিস্থিতি তৈরি হয়েছে। জান্তা সরকার অবশ্য এই বছর একটি নির্বাচন আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছে। তবে সমালোচকদের দাবি, এটি আসলে প্রক্সির মাধ্যমে ক্ষমতা ধরে রাখার প্রহসন ছাড়া কিছুই নয়।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মিয়ানমার ডিজিটাল নিউজ টেলিগ্রামে জানিয়েছে, সফলভাবে সাধারণ নির্বাচন আয়োজনের জন্য এখনো স্থিতিশীলতা ও শান্তি নিশ্চিত করা প্রয়োজন। তাদের ভাষায়, ‘একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য এখনো অনেক কাজ বাকি।’
বিশ্লেষকরা মনে করছেন, জান্তা সরকারের এই উদ্যোগ আসলে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে সরানোর আরেকটি চেষ্টা। তবে জনগণের আশা, মিয়ানমারের রাজনৈতিক স্থিতিশীলতা শিগগিরই পুনঃপ্রতিষ্ঠা হবে।
বিডিপ্রতিদিন/কবিরুল