সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে এগিয়ে নিতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ ৪২টি প্রকল্প বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) অন্তর্ভুক্তির জন্য প্রস্তাব করেছে, এতে ব্যয় ধরা হয়েছে ১১,৩৬৫ কোটি টাকা। এর মধ্যে ১০,৩২৭ কোটি টাকা সরকারি অর্থায়ন এবং বাকি ১,০৩০ কোটি টাকা ঋণ ও অনুদানের মাধ্যমে বৈদেশিক উৎস থেকে সংগ্রহের উদ্যোগ নিয়েছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)। এসব প্রকল্পের মধ্যে ৯৩৮ কোটি টাকায় পাঁচটি প্রকল্পের প্রস্তাব করা হয়েছে জুলাই আন্দোলনের যোদ্ধা ও ক্ষতিগ্রস্তদের জীবিকা সহায়তা, প্রশিক্ষণ ও নগদ সহায়তা প্রদানে। এর মধ্যে ‘জুলাইযোদ্ধাদের বিকল্প কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ’ শীর্ষক সমাজকল্যাণ মন্ত্রণালয়ের একটি প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৫০০ কোটি টাকা। একই মন্ত্রণালয়ের ‘জুলাই বিপ্লব যোদ্ধা ক্ষমতায়ন ও পুনর্বাসন প্রকল্প’র জন্য প্রয়োজন হবে ৬২ কোটি ৭৬ লাখ টাকা। সমাজকল্যাণ মন্ত্রণালয় আরও দুটি প্রকল্প প্রস্তাব করেছে : বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ক্ষতিগ্রস্তদের আর্থসামাজিক পুনর্বাসনের জন্য সমাজসেবা অধিদপ্তরের অধীনে ‘পাবলিক মিটিং সেন্টারের বহুমুখী ব্যবহার’ এবং ‘ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ক্ষতিগ্রস্তদের সামাজিক নিরাপত্তা কাঠামোতে অন্তর্ভুক্তকরণ ও স্বনির্ভরতা অর্জনের উদ্যোগ’ বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ১২৫ কোটি টাকা। নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয় ২৫০ কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব করেছে, যার নাম ‘জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত নারী শনাক্তকরণ ও পুনর্বাসন’। এ প্রকল্পের লক্ষ্য হলো জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী বা ক্ষতিগ্রস্ত কিশোরী ও নারীদের শনাক্ত করে তাদের জন্য একটি ডেটাবেস তৈরি করা এবং তাদের জীবিকা সহায়তা ও নগদ অর্থ প্রদান করে স্বনির্ভর উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা। পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, এ প্রকল্পগুলো বর্তমান সংশোধিত এডিপিতে অন্তর্ভুক্ত করা হয়েছে যাতে দ্রুত একনেকের (জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি) অনুমোদন পাওয়া যায়। এর মধ্যে সর্বশেষ একনেক সভায় দরিদ্র জনগোষ্ঠীকে নগদ সহায়তা ও প্রশিক্ষণ প্রদান এবং বাংলাদেশের সামাজিক নিরাপত্তা কর্মসূচির উপকারভোগীদের জন্য ৯০৪ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন পেয়েছে, যেখানে বিশ্বব্যাংকের সহায়তা রয়েছে ৯০০ কোটি টাকা। পরিকল্পনা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সরকার চলতি অর্থবছরে ৪৬টি চলমান সামাজিক নিরাপত্তা কর্মসূচি প্রকল্পের মধ্যে প্রায় ২২টি প্রকল্প সম্পন্ন করতে যাচ্ছে, এতে মোট ব্যয় আনুমানিক ২,৬২৯ কোটি টাকা। এই ৪২টি প্রস্তাবিত প্রকল্প সরকারের সামাজিক নিরাপত্তা জোরদারের প্রতিশ্রুতির প্রতিফলন। তবে প্রকৃত সাফল্য নির্ভর করবে প্রকল্পগুলো বাস্তবায়নের মাধ্যমে সরাসরি ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর কাছে সহায়তা পৌঁছানোর ওপর বলে জানান পরিকল্পনা কমিশনের একজন কর্মকর্তা। তবে, নতুন প্রস্তাবিত প্রকল্পের তালিকায় অনেক এমন প্রকল্প রয়েছে, যেগুলো প্রকৃত সামাজিক নিরাপত্তা কর্মসূচি নয়; মূলত অবকাঠামো উন্নয়নকেন্দ্রিক, সরাসরি নগদ সহায়তা বা উপকরণের মাধ্যমে সহায়তা প্রদানের ওপর নয়। উদাহরণ হিসেবে ‘কিশোরগঞ্জ, জয়পুরহাট ও চট্টগ্রামে শিশু বিকাশ কেন্দ্র স্থাপন’ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৪৩০ কোটি টাকা। ৪২টি জেলায় সামাজিক সেবা কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১,৪৬৭ কোটি টাকা।
শিরোনাম
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২৯ এপ্রিল)
- বাংলাদেশে আসতে চায় চীনা জায়ান্ট ‘টেন্সেন্ট’
- সন্ত্রাসীদের হাত থেকে তরুণকে বাঁচাতে গিয়ে গুলিতে যুবদল কর্মী নিহত
- ৩৯৮ যাত্রী নিয়ে ঢাকা ছাড়লো প্রথম হজ ফ্লাইট
- শাকিবের ‘তাণ্ডব,’ সঙ্গী সাবিলাই!
- যে কারণে যুক্তরাজ্য সফর স্থগিত করলেন সালমান খান
- নিক্সন চৌধুরীর সহযোগী যুবলীগ নেতা মামুন গ্রেফতার
- মঙ্গলবার থেকে সব পলিটেকনিক শাটডাউন ঘোষণা
- যশোরের চৌগাছা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার
- এএফসি অনূর্ধ্ব-২০ বাছাইপর্বে কঠিন গ্রুপে বাংলাদেশ
- হজ ফ্লাইট উদ্বোধন করলেন ধর্ম উপদেষ্টা
- বরিশালে উপকূলীয় এলাকায় জলবায়ুসহনশীল কৃষি বিষয়ক কর্মশালা
- কিশোরীর পেট থেকে ১৫ কেজির টিউমার অপসারণ
- ঐকমত্য কমিশনের সহ-সভাপতির সাথে ইন্টারন্যাশনাল আইডিইএ’র পরিচালকের বৈঠক
- 'ন্যায্য নগর গঠনে ভূমিকা রাখবে নবায়নযোগ্য জ্বালানি'
- ভারতের সামরিক আক্রমণ আসন্ন, বললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
- ভারতের কারাগারে বন্দি কুড়িগ্রামের ৭ জেলেকে ফিরিয়ে আনার উদ্যোগ এনসিপির
- আমরা আরেকটা গাজায় পরিণত হতে চাই না : মির্জা ফখরুল
- চট্টগ্রাম টেস্টে শিক্ষার্থীদের জন্য ‘ফ্রি এন্ট্রি’
- তাইজুল বিশ্বের সবচেয়ে আন্ডাররেটেড বোলার: তামিম ইকবাল
এডিপিতে ৪২টি প্রকল্প অন্তর্ভুক্তির প্রস্তাব
জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্তদের জন্য বরাদ্দ ৯৩৮ কোটি
বিকল্প কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে এসব প্রকল্প সংশোধিত এডিপিতে অন্তর্ভুক্ত করা হয়েছে
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর