বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও শাপলা চত্বরে গণহত্যার বিচার এবং খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনে গণজাগরণ সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিস ফেনী জেলা শাখার আয়োজনে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে ফেনী কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক।
এ সময় তিনি বলেন, বিগত ১৬ বছর বাংলাদেশের ওপর আধিপত্য রাষ্ট্র ভারতের সহায়তায় হাসিনা সরকার দেশের মানুষকে জিম্মি করে রেখেছিলেন। বর্তমানে শহীদদের প্রতি শ্রদ্ধা না জানিয়ে আওয়ামী লীগকে অনেকে পুনর্বাসন করতে চায়। তাদের মনে করিয়ে দিতে চাই- ফ্যাসিবাদী আওয়ামী লীগের কোনো প্রকার পুনর্বাসন এ দেশের মানুষ বরদাস্ত করবে না। তিনি বলেন, দেশে সংস্কারের হাওয়া বইছে, তবে সংবিধান সংস্কারের নামে শিরকি মতোবাদ বাস্তবায়নের ষড়যন্ত্র চললে আমরা তা রুখে দেব। এ দেশের মানুষ কখনোই কুরআনবিরোধী আইন মেনে নেবে না। সম্প্রতি নারীবিষয়ক সংস্কার কমিশন ইসলামের উত্তরাধিকারী আইন এবং ইসলামকে আঘাত করেছে। তাই শিগগিরই এই কমিশন বাতিল করতে হবে। তা না হয় বর্তমান সরকারের বিরুদ্ধে কর্মসূচি ডাক দেওয়া হবে।