খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, ১৯৭১ সাল বাংলাদেশের গৌরবময় বছর এবং ১৯৭২ সাল বাংলাদেশের জন্য কলঙ্কের বছর। কলঙ্কের কারণ এ বছর শেখ মুজিবুর রহমান সাহেব নতুন চেতনা তৈরি করেছিলেন যা ‘৭১-এর মুক্তিযুদ্ধের চেতনাকে ছিনতাই করা হয়েছে। ’৭২ সালে এমন এক চেতনা ও সংবিধান তৈরি করা হয়েছিল যা ’৭১-এর মুক্তিযুদ্ধের চেতনাকে ছিনতাই করা হয়েছে। গতকাল ব্রাহ্মণবাড়িয়া জেলার জামিয়া দারুল আরকাম আল ইসলামিয়া মাদরাসায় অনুষ্ঠিত দস্তারবন্দি ও আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হেফাজতে ইসলামের মহাসচিব ও মাদরাসা প্রতিষ্ঠাতা আল্লামা সাজিদুর রহমানে সার্বিক তত্ত্বাবধানে সম্মেলনে সভাপতিত্ব করেন হাটহাজারী মাদরাসার মহাপরিচালক মুফতি খলিল আহমদ কাসেমী।
মামুনুল হক আর বলেন, ১৯৭০ সালের জাতীয় নির্বাচনের আগে জাতির সঙ্গে শেখ মুজিবুর রহমান অঙ্গীকার করেছিলেন কোরআন সুন্নাহবিরোধী কোনো আইন তৈরি করবেন না। ’৭২-এর সংবিধান করতে গিয়ে শেখ মুজিবুর রহমান অঙ্গীকার ভুলে গেছেন। তাই বলি ’৭২-এর সংবিধান গাদ্দারির সংবিধান, মুক্তিযুদ্ধের সঙ্গে বিশ্বাসঘাতকতার সংবিধান, বাংলাদেশকে ধ্বংস করার সংবিধান।
সম্মেলনে আরও বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আল্লামা জুনায়েদ আল হাবিব, মুফতি শাখাওয়াত হোসেন রাজি প্রমুখ।