এবারের ঈদে সহীদ উন নবীর পরিচালনায় ‘এক্সকিউজ মি’ ও ‘মায়ার ভালোবাসা’ নাটকে অভিনয়ে দেখা যাবে আনিকা কবির শখকে। দুটি নাটকের গল্পের প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন তিনি। এ দুটি নাটকে ছাড়াও ঈদে শখকে বিটিভির দুটি ভিন্ন ধরনের নাচের অনুষ্ঠানেও পারফর্ম করতে দেখা যাবে। শখ বলেন, ‘বিটিভির জন্য যে নাচের অনুষ্ঠানে পারফর্ম করেছি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। যেহেতু আমি নাচেরই মেয়ে। নাচের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আমার বেশি ভালো লাগে। দর্শককে দুটি নাটক ও নাচ দেখার অনুরোধ রইল।’