‘আমি সুখী হইলাম, আমার বন্ধুরা আমার গাড়িতে উঠসে’, নিজের গাড়ির সামনে দাঁড়িয়ে কথাগুলো বলছিলেন লোকগানের শিল্পী কুদ্দুস বয়াতি। কনটেন্ট ক্রিয়েটর হিসেবে তিনি এখন পৌঁছে গেছেন নতুন প্রজন্মের হাতে হাতে। ভিডিওতে দিলেন সুখী হওয়ার বার্তা। সোশ্যাল মিডিয়ায় সক্রিয় কুদ্দুস বয়াতি নিয়মিত কনটেন্ট তৈরি করেন। ফেসবুকে নিয়মিত ভ্লগ পোস্ট করেন। সম্প্রতি বাল্যবন্ধুদের নিজের গাড়িতে তুলে জুমার নামাজে যাওয়ার একটি ভিডিও পোস্ট করে নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। ওই ভিডিওতে তিনি বলেন, ‘একসময় সাইকেল কেনার পয়সা ছিল না। স্বপ্ন পূরণের জন্য চেষ্টা চালিয়ে গেলে উপায় হয়। এক টাকা থেকে আরম্ভ করেছি, একটা সাইকেল কেনার মতো আমার ক্ষমতা আল্লাহ দিছিল না। এখন সবকিছুই আল্লাহ দিচ্ছে। আল্লাহর কাছে প্রচুর শুকরিয়া। মানে আমি সুখী, প্রচুর সুখী। সবাই আমাকে ভালোবাসে।’ বন্ধুদের নিয়ে কুদ্দুস বয়াতি বলেন, ‘আজকে আমি সুখী হইলাম, বন্ধুদের আমার গাড়িতে তুলতে পেরেছি।’